শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

কমেছে নকিয়ার মুনাফা

প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট ডেস্ক : ফিনল্যান্ডভিত্তিক টেলিযোগাযোগ নেটওয়ার্ক যন্ত্রাংশ নির্মাতা নকিয়ার প্রান্তিকভিত্তিক মুনাফা কমেছে। চলতি বছর দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) পূর্বাভাস অনুযায়ী মুনাফা করতে ব্যর্থ হয়েছে এ কোম্পানি। সংশ্লিষ্টদের ভাষ্য, ফরাসি প্রতিদ্ব›দ্বী অ্যালকাটেল-লুসেন্টকে অধিগ্রহণে বড় অঙ্কের অর্থলগ্নি এবং পরিচালন ব্যয় বৃদ্ধির কারণে জুনে সমাপ্ত প্রান্তিকে প্রত্যাশিত মুনাফা হয়নি। পাশাপাশি দ্রæতগতির নেটওয়ার্ক যন্ত্রাংশ ব্যবসা খাতে বিনিয়োগ সংকোচনও মুনাফা হ্রাসের অন্যতম একটি কারণ। নির্ধারিত মুনাফা আয়ে ব্যর্থ হওয়ায় পরিচালন ব্যয় সংকোচন আরো বাড়ানোর ঘোষণা দিয়েছে নকিয়া। গত বৃহস্পতিবার প্রকাশিত আর্থিক খতিয়ানে এমন তথ্যই জানানো হয়েছে। খবর ওয়াল স্ট্রিট জার্নাল। বিবৃতি অনুযায়ী, চলতি বছর শুরুর দিকে ১ হাজার ৫৬০ কোটি ইউরোর বিনিময়ে অ্যালকাটেল-লুসেন্টকে অধিগ্রহণে চুক্তিবদ্ধ হয় নকিয়া। নেটওয়ার্ক যন্ত্রাংশ ব্যবসা খাতে প্রতিযোগিতা জোরদারে এটি ছিল কোম্পানিটির বড় বিনিয়োগ। অধিগ্রহণ-সংক্রান্ত ব্যয় পূরণে এর আগে বার্ষিক ৯০ কোটি ইউরো ব্যয়সংকোচনের ঘোষণা দেয়া হয়েছিল। কিন্তু দ্বিতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল ইতিবাচক না হওয়ায় এখন ব্যয়সংকোচন বাড়ানোর ঘোষণা দেয়া হয়েছে। ২০১৮ সালের মধ্যে বার্ষিক ১২০ কোটি ইউরো ব্যয়সংকোচনের লক্ষ্য নির্ধারণ করেছে সংশ্লিষ্টরা। জুনে সমাপ্ত প্রান্তিকে নকিয়ার মুনাফা হয়েছে ৩২ কোটি ২০ লাখ ইউরো। বিশ্লেষকদের পূর্বাভাস অনুযায়ী মুনাফা করতে ব্যর্থ হয়েছে কোম্পানিটি। এ সময় মুনাফা হওয়ার কথা ৪০ কোটি ইউরো। সামগ্রিকভাবে দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির বিক্রি ১১ শতাংশ হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ৫৬৭ কোটি ইউরোয়। এ সময় নকিয়ার নেটওয়ার্ক ব্যবসা বিভাগের বিক্রি হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ৫২৩ কোটি ইউরোয়। অথচ বিভাগটির বিক্রি পৌঁছানোর কথা ৫৪২ কোটি ইউরোয়। নকিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাজীব সুরি এক বিবৃতিতে জানান, সেলফোন ব্যবসা বিভাগ বিক্রির পর থেকে নেটওয়ার্ক যন্ত্রাংশ খাতে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। তাতে সফলতাও পেয়েছি। সংশ্লিষ্ট খাতে অবস্থান আরো দৃঢ় করতে অ্যালকাটেল-লুসেন্টকে অধিগ্রহণ করা হয়। এতে বড় অঙ্কের অর্থ বিনিয়োগের প্রয়োজন পড়ে। এর নেতিবাচক প্রভাব পড়েছে দ্বিতীয় প্রান্তিকের আর্থিক ফলাফলে। এরই মধ্যে পরিচালন ব্যয়সংকোচনেরও ঘোষণা দেয়া হয়েছে। আমরা দ্বিতীয় প্রান্তিকের তুলনায় তৃতীয় প্রান্তিকে নেটওয়ার্ক ব্যবসা বিভাগ থেকে নিট বিক্রি এবং অপারেটিং মার্জিন উভয় দিক থেকে কিছুটা উন্নতির প্রত্যাশা করছি। পাশাপাশি তৃতীয় থেকে চতুর্থ প্রান্তিকের মধ্যে উভয় বিষয়ে গুরুত্বপূর্ণ উন্নতি পরিলক্ষিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন