ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস মুহাররাম। তবে, গুণবাচক বিশেষণই-এর সার্বিক পরিচয় নয়। বরং এর মাঝে ইসলাম ধর্মের মৌলিক ভিত্তি এবং ইসলাম ধারণকারী মোমিন বান্দাদের দৈহিক বিন্যাসের যোগসূত্র ও সংস্থাপিত আছে। এই নিরীখে মুহাররাম নামটি এমন একটি প্রস্রবনের রূপ ধারণ করে আছে, যার অনিন্দ্য সুন্দর স্বচ্ছ প্রবাহ অবিরাম বইতেই থাকবে। শ্রান্তি, ক্লান্তি, যতি বিরতি কোনোক্রমেই একে স্তব্ধ করতে পারবে না। কেন পারবে না, কি জন্য পারবে না, আসুন এবার সেদিকে নজর দেই।
স্পষ্টই দেখা যায়, আরবী মুহাররাম শব্দে পাঁচটি বর্ণ আছে। যথা- মীম, হা, রা, রা, মীম। অনুরূপভাবে আরবী ইসলাম শব্দে ও পাঁচটি বর্ণই আছে। যথা- আলিফ, সীন, লাম, আলিফ, মীম। ইসলাম যে সকল ভিত্তির উপর প্রতিষ্ঠিত সেগুলোর সংখ্যাও পাঁচটি। যথা- ঈমান, নামাজ, জাকাত, রোজা, হজ। যারা- ইসলাম গ্রহণ করে আল্লাহপাকের প্রিয় বান্দাহ হিসেবে বরিত হন, তারা- মানুষ অর্থাৎ ইনসান। আরবি ইসলাম শব্দেও পাঁচটি বর্ণের সমাহার রয়েছে। যথা : আলিফ, নুন, সীন, আলিফ, নুন। আর মানবদেহকে সুসজ্জিত ও সুবিনাস্ত করা হয়েছে অতিন্দ্রিয় পাঁচটি নূরানী- লতিফার মাধ্যমে। যথা: কলব, রূহ, ছির, খফী, আখফা। তাছাড়া জড় জগতের চারটি উপদানে গঠিত হয়েছে দেহকাঠামো। এখানেও পাঁচের যোগসূত্র বিদ্যমান। যথা: আগুন, পানি, মাটি, বাতাস ও এর দ্বারা বিন্যন্ত কাঠামো। আবার মানবদেহকে সচল ও কর্মক্ষম করা হয়েছে দুই হাত ও দুই পা দ্বারা। দুয়ে দুয়ে চার। এই চারকে পরিচালনা করছে ইচ্ছা শক্তি। এখানেও পাঁচের সুন্দর সমাবেশ। সুতরাং লক্ষ্য করা যায় যে, ইসলামী জীবন ধারার প্রতিটি পরতে পাঁচের বাঁধন কোনো না কোনোভাবে জড়িয়ে রয়েছে। এ যেন মুহাররাম নামক গুণবাচক বিশেষ্যের অন্তঃসলিলা ফলন্ত ধারারই নৃত্য চপল ছন্দ। যার শেষ কথায়, তা কল্পনা করা যায় না। সর্বোপরি যিনি ইসলাম ধর্মের প্রবর্তন সর্বশেষ নবী, রাহমাতুল্লিল আলামীন, সাইয়্যেদুল মুরসালীল তাঁর জাগতিক নাম মোবারক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। দেখা যায় এই নাম মোবারকেও পাঁচটি বর্ণই আছে। যথা- মীম, হা, মীম, মীম, দাল। আর এটাও লক্ষণীয় যে, পিয়ারা নবী মুহাম্মদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের নবুওয়াত কাল ছিল ২৩ বছর। এই ২৩ সংখ্যাটির একক (২+৩)= ৫। সুবহানাল্লাহ। ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস ‘মুহাররাম’-এর মাঝে পঞ্চতন্ত্রের ইতিকথার উৎস অতি সংগোপনে আমানত রাখা হয়েছে। এই বিশেষত্বটি উপলব্ধি করতে পেরেই হয়ত জাতীয় কবি কাজি নজরুল ইলাম বলেছেন ঃ ফিরে এল মুহাররাম মাহিনা, ত্যাগ চাই মর্সিয়া ক্রন্দন চাহি না।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন