শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত

প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

মাদারীপুর জেলা সংবাদদাতা : প্রচ- ধমকা হাওয়া ও পদ্মা নদীতে অস্বাভাবিক স্রোতের কারণে মাদারীপুরের কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। স্রোতের কারণে গত ২ সপ্তাহ ধরে ঘাট এলাকায় এ সমস্যা দেখা দিয়েছে।
কাওড়াকান্দি ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক মো. রুহল আমিন জানান, পদ্মা নদীতে তীব্র স্রোত থাকায় স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ সময় নিয়ে প্রায় দুই কিলোমিটার এলাকা ঘুরে রো-রো ফেরিগুলো চলাচল করছে। তার উপর রয়েছে ধমকা হাওয়া। ১৭টি ফেরির মধ্যে ১১টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। এছাড়া রাতে স্রোতের তীব্রতা বেড়ে যাওয়ায় ৮টি ফেরি চলাচল করে। ফেরি চলাচল ব্যাহত হওয়ায় কাওড়াকান্দি-শিমুলিয়া ঘাটের উভয় পাশে কয়েকশ’ যানবাহন আটকা পড়ে আছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন