শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

‘আমি তো আগেই বলেছিলাম’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০২০, ১২:০০ এএম

করোনাভাইরাস, লকডাউন, পরিযায়ী শ্রমিকসহ একাধিক বিষয়ে তিনি নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে একের পর এক তীর ছুড়েছেন। অর্থনীতি নিয়েও সমালোচনা করতে ছাড়েননি। গতকাল রিজার্ভ ব্যাঙ্কের রিপোর্টের প্রসঙ্গ তুলে সরকারের বিরুদ্ধে ফের শব্দের আক্রমণ করেন।

তিনি হচ্ছেন রাহুল গান্ধী। গতকাল টুইট করে বলেন, ‘সংবাদমাধ্যমের সাহায্যে নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করলে প্রকৃতপক্ষে দেশের গরিব মানুষগুলোর কোনও উপকার হবে না। এমনকি দেশের অর্থনীতির ভয়ানক অবস্থাটাও লুকনো যাবে না! রিজার্ভ ব্যাঙ্ক যেটা বলছে, সেই সতর্কবার্তা আগেই দিয়েছিলাম।’
মোদি সরকারকে এখানেই বেশ কিছু প্রস্তাব দিয়ে বলেন, ‘বেশি খরচ করুন। বেশি দেনা করবেন না। গরিবদের টাকা দিন। অর্থনীতিকে পুনরুজ্জীবিত করে তোলার ব্যবস্থা করুন।’

রিজার্ভ ব্যাঙ্ক তাদের ২০১৯-২০ সালের বার্ষিক রিপোর্টে জানিয়েছে, সংক্রমণ বাড়ায় করোনা-সমস্যা কাটাতে আরও সময় লাগবে। চাহিদা ফিরতেও দেরি হবে। তবে ঠিক কতটা, তা নির্ভর করবে সরকারের উপরেই। তাদের বার্তা, অর্থনীতিকে কোভিড-পূর্ব অবস্থায় ফেরাতে কেনাকাটা বাড়াতে হবে সরকারকে। কারণ, বেসরকারি স্তরে কেনাকাটা বাড়ানোর সম্ভাবনা নেই। সূত্র : হিন্দুস্থান টাইমস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন