আর একদিন পরেই পাঞ্জাবের বিধানসভা অভিবেশন শুরু হওয়ার কথা। তার আগেই করোনা আক্রান্ত হয়েছেন পাঞ্জাবের ২৩ জন মন্ত্রী-বিধায়ক। এদিকে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন করে আরো ৬৭,১৫১ জন আক্রান্ত হওয়ার ফলে দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ লাখ ৩৪ হাজার ৪৭৪-এ এবং ১,০৯৯ জনের প্রাণহানির ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ হাজার ৪৪৯-এ। যদিও সরকার বলছে যে, পজেটিভের হার ক্রমান্বয়ে হ্রাসের সাথে সাথে বাড়তি পরীক্ষা করা কোভিড-১৯ সংক্রমণের বিস্তার সীমাবদ্ধ রাখতে কার্যকর হিসাবে কাজ করেছে।
ওদিকে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তাই দিলেন, করোনা থাকবে, তাই বলে কাজ ফেলে রাখা যাবে না। কয়েক মাস পরেই নির্বাচন। নির্বাচন আসবে যাবে, সরকার থাকবে আপনারা থাকবেন, উন্নয়ন থেমে থাকবে না। তাই দ্রুততার সঙ্গে কাজ করতে হবে।
এদিকে পশ্চিমবঙ্গ রাজ্যের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, রাজ্যে গতকাল নতুন করে ২ হাজার ৯৭৪ জন করোনাভাইরাসে আক্রান্ত এবং ৫৫ জনের প্রাণহানির ঘটনা রেকর্ড করা হয়েছে। এর ফলে রাজ্যে মোট শনাক্তের সংখ্যা ১ লাখ ৪৭ হাজার ৭৫৫-এ দাঁড়িয়েছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন