শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

গণতন্ত্র না থাকলে উন্নয়ন সীমিত হয়ে যায় -অ্যাডভোকেট সুলতানা কামাল

প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ

স্টাফ রিপোর্টার

গণতন্ত্র না থাকলে উন্নয়ন সীমিত হয়ে যায়। গণতন্ত্র যত সীমিত হবে, উন্নয়নও তত সীমিত হতে থাকবে। জনগণের স্বপ্ন পূরণ করবে রাজনীতিকরা, শুধু শাসক দল নয়। উন্নয়নকে টেকসই করতে হলে জনগণের বাকস্বাধীনতা, ব্যক্তি নিরাপত্তা, ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে। দেশ পরিচালনার মূলে থাকতে হবে জনগণ। গতকাল সকালে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘টেকসই উন্নয়নের স্বার্থে সীমিত গণতন্ত্র গ্রহণযোগ্য কি না’ বিষয়ে বিএফডিসিতে এক ছায়া সংসদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও টিআইবি চেয়ারপার্সন অ্যাডভোকেট সুলতানা কামাল এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ছায়া সংসদে সরকারী দল স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিকে পরাজিত করে বিরোধী দল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিতর্কে জয়ী হয়।  

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, উন্নয়নের জন্য গণতন্ত্রের বিকল্প নেই এবং উন্নয়ন হতে হবে গণতান্ত্রিক কাঠামোতে। যেসব রাজনৈতিক দল নীতিগতভাবে গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা ক্ষমতায় এলে গণতান্ত্রিক সংকট বিরাজ করে আবার যারা নীতিগতভাবে গণতন্ত্রে বিশ্বাস করে, কিন্তু তারাও গণতান্ত্রিক আচরণ করে না এবং জনমতকে উপেক্ষা করে তাদের হাতে গণতন্ত্র সুরক্ষা হয় না। 

সভাপতির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দেশে গণতান্ত্রিক সংস্কৃতি না থাকলে অপসংস্কৃতি ও অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠে। উন্নয়নে বাধাগ্রস্ত হয়। অথচ অপরিসীম সম্ভাবনার বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার মাধ্যমে গণতান্ত্রিক চর্চাই দেশের উন্নয়নের গতিকে আরো বেশি বেগমান করতে পারে। তিনি বলেন, জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জনের জন্য বাংলাদেশকে অনেক পথ পাড়ি দিতে হবে। মোকাবেলা করতে হবে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, গুম-খুন, হয়রানিসহ নানামুখী চ্যালেঞ্জ। দ্রুত পরিবর্তনশীল বিশ্বে নতুন নতুন জাতীয় ও আন্তর্জাতিক সমস্যার উদ্ভব হবে। জাতীয় ঐক্য, চেতনা ও পরমত সহিষ্ণুতার মাধ্যমে এসব সমস্যার সমাধান করতে হবে। এক্ষেত্রে পরিপূর্ণ গণতান্ত্রিক সংস্কৃতির চর্চার উপর গুরুত্ব দিয়ে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে বলে তিনি উল্লেখ করেন।

প্রতিযোগিতায় বিচারক ছিলেন সিনিয়র সাংবাদিক ফরিদা ইয়াসমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সূচিতা শারমিন ও উন্নয়ন যোগাযোগ বিশেষজ্ঞ ড. এস এম মোর্শেদ। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী বিতার্কিকদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন প্রধান অতিথি অ্যাডভোকেট সুলতানা কামাল। 

 

 

 

wW‡eU di †W‡gv‡µwmi Qvqv msm`

MYZš¿ bv _vK‡j Dbœqb mxwgZ n‡q hvq

ÑA¨vW‡fv‡KU myjZvbv Kvgvj

 

÷vd wi‡cvU©vi

MYZš¿ bv _vK‡j Dbœqb mxwgZ n‡q hvq| MYZš¿ hZ mxwgZ n‡e, DbœqbI ZZ mxwgZ n‡Z _vK‡e| RbM‡Yi ¯^cœ c~iY Ki‡e ivRbxwZKiv, ïay kvmK `j bq| Dbœqb‡K †UKmB Ki‡Z n‡j RbM‡Yi evK¯^vaxbZv, e¨w³ wbivcËv, b¨vqwePvi cvIqvi AwaKvi wbwðZ Ki‡Z n‡e| †`k cwiPvjbvi g~‡j _vK‡Z n‡e RbMY| MZKvj mKv‡j wW‡eU di †W‡gv‡µwm Av‡qvwRZ Ô†UKmB Dbœq‡bi ¯^v‡_© mxwgZ MYZš¿ MÖnY‡hvM¨ wK bvÕ wel‡q weGdwWwm‡Z GK Qvqv msm` Abyôv‡b cÖavb AwZw_i e³‡e¨ ZË¡veavqK miKv‡ii mv‡eK Dc‡`óv I wUAvBwe †Pqvicvm©b A¨vW‡fv‡KU myjZvbv Kvgvj G K_v e‡jb|

Abyôv‡b mfvcwZZ¡ K‡ib wW‡eU di †W‡gv‡µwmi †Pqvig¨vb nvmvb Avn‡g` †PŠayix wKiY| Qvqv msm‡` miKvix `j ÷¨vg‡dvW© BDwbfvwm©wU‡K civwRZ K‡i we‡ivax `j XvKv B›Uvib¨vkbvj BDwbfvwm©wU weZ‡K© Rqx nq| 

cÖavb AwZw_i e³‡e¨ A¨vW‡fv‡KU myjZvbv Kvgvj e‡jb, Dbœq‡bi Rb¨ MYZ‡š¿i weKí †bB Ges Dbœqb n‡Z n‡e MYZvwš¿K KvVv‡gv‡Z| †hme ivR‰bwZK `j bxwZMZfv‡e MYZ‡š¿ wek¦vm K‡i bv, Zviv ÿgZvq G‡j MYZvwš¿K msKU weivR K‡i Avevi hviv bxwZMZfv‡e MYZ‡š¿ wek¦vm K‡i, wKš‘ ZvivI MYZvwš¿K AvPiY K‡i bv Ges RbgZ‡K D‡cÿv K‡i Zv‡`i nv‡Z MYZš¿ myiÿv nq bv|

mfvcwZi e³‡e¨ nvmvb Avn‡g` †PŠayix wKiY e‡jb, †`‡k MYZvwš¿K ms¯‹…wZ bv _vK‡j Acms¯‹…wZ I Ackw³ gv_v Pvov w`‡q D‡V| Dbœq‡b evavMÖ¯Í nq| A_P Acwimxg m¤¢vebvi evsjv‡`‡k ivR‰bwZK w¯’wZkxjZv eRvq ivLvi gva¨‡g MYZvwš¿K PP©vB †`‡ki Dbœq‡bi MwZ‡K Av‡iv †ewk †eMgvb Ki‡Z cv‡i| wZwb e‡jb, RvwZmsN †NvwlZ †UKmB Dbœqb jÿgvÎv AR©‡bi Rb¨ evsjv‡`k‡K A‡bK c_ cvwo w`‡Z n‡e| †gvKv‡ejv Ki‡Z n‡e Rw½ev`, mš¿vmev`, ¸g-Lyb, nqivwbmn bvbvgyLx P¨v‡jÄ| `ªæZ cwieZ©bkxj we‡k¦ bZzb bZzb RvZxq I AvšÍR©vwZK mgm¨vi D™¢e n‡e| RvZxq HK¨, †PZbv I cigZ mwnòzZvi gva¨‡g Gme mgm¨vi mgvavb Ki‡Z n‡e| G‡ÿ‡Î cwic~Y© MYZvwš¿K ms¯‹…wZi PP©vi Dci ¸iæZ¡ w`‡q †`‡ki Dbœq‡bi aviv Ae¨vnZ ivL‡Z n‡e e‡j wZwb D‡jøL K‡ib|

cÖwZ‡hvwMZvq wePviK wQ‡jb wmwbqi mvsevw`K dwi`v Bqvmwgb, XvKv wek¦we`¨vj‡qi Aa¨vcK m~wPZv kviwgb I Dbœqb †hvMv‡hvM we‡klÁ W. Gm Gg †gv‡k©`| Abyôvb †k‡l AskMÖnYKvix weZvwK©K‡`i †µ÷ I mvwU©wd‡KU cÖ`vb K‡ib cÖavb AwZw_ A¨vW‡fv‡KU myjZvbv Kvgvj|

 

K¨vckb

wW‡eU di †W‡gv‡µwmÕi †UKmB Dbœqb I MYZš¿ kxl©K cvewjK cvj©v‡g›U cÖwZ‡hvwMZvi AwZw_ A¨vW‡fv‡KU myjZvbv Kvgvj I nvmvb Avn‡g` †PŠayix wKi‡Yi mv‡_ AskMÖnYKvix weZvwK©Ke„›`

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন