শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেটিজেনদের শুভেচ্ছা

শাহেদ নুর | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২০, ১২:৩৩ পিএম

আজ ১ সেপ্টেম্বর। বাংলাদেশ জাতীয়তাবাদী দল— বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তিরা দলটিকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিএনপির প্রতি শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন নেটিজেনরা।

এদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক পৃথক বাণীতে দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বর্তমানে সাজাপ্রাপ্ত হয়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুই বছরের বেশি সময় কারাভোগ করে জামিনে মুক্ত হয়েছেন। দীর্ঘদিন ধরে লন্ডনে চিকিৎসাধীন আছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। দলের ওপর দেশী-বিদেশী চক্রান্ত, অব্যাহত চাপ, শীর্ষ পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীদের ওপর অবর্ণনীয় হামলা, মামলা, গ্রেফতার, জুলুম-নির্যাতনের চলছে। সব মিলিয়ে বিপুল জনসমর্থন ও কর্মী-সমর্থক থাকা সত্ত্বেও এই মুহূর্তে সবচেয়ে কঠিন সময় পার করছে বিএনপি

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকে উপলক্ষে এমডি হাকিম লিখেন, ‘হাঁটি হাঁটি পা পা করে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি আজ ৪৩ বছরে পদার্পণ করতে চলেছে, যে দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে ঠাঁই করে নিয়েছে। কিন্তু এই মুহূর্তে অশুভ শক্তি হায়নাদের অত্যাচার-নিপীড়নে জর্জরিত হয়েও যেভাবে মানুষের ভালোবাসা নিয়ে দাঁড়িয়ে আছে এবং ভবিষ্যতেও মানুষের জন্য কল্যাণমূলক কাজ করবে, ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির জন্য শুভকামনা। আমরা এই দলটির উত্তর উত্তর সফলতা কামনা করছি এবং এই দলের বর্তমান চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানসহ ওনার পরিবারবর্গের প্রতি আল্লাহ পাকের নিকট দোয়া চাই। আল্লাহপাক যেন তাদেরকে সুস্থ রাখেন, দেশের মানুষের কল্যাণে আরও কাজ করতে পারে এই আশা ব্যক্ত করছি। এই দলটির সফলতা কামনা করছি।’

বিএনপিকর্মী মোহাম্মদ হোসাইন লিখেন, ‘আসুন সবাই মিলে বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ১-৯-২০২০ এ শপথ করি, লজ্জা-ভয় ভীতি পিছনে ফেলে, সামনে এগিয়ে যাওয়ার জন্যে কঠোর সিদ্ধান্তে অটল থাকাবো এবং ভোটের অধিকার আদায়ের জন্য ডাক আসলে সবাইকে রাজপথে নামাবো।’

প্রতিষ্ঠাবার্ষিকীর সফলতা কামনা করে ইশরাত করিম আর্পিতা লিখেন, ‘বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বীর উত্তম এর হাতে গড়া সংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক।’

চুন্নু ভুইয়া লিখেন, ‘সফল হউক সার্থক হউক ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী। যার হাত ধরে আমাদের পথ চলা শহিদ জিয়া অমর হোক। লও লও লও সালাম শহিদ জিয়া লও সালাম।’

জিয়াউর রহমানের ছবি শেয়ার করে এনাম খোকন লিখেন, ‘শ্রদ্ধা, সম্মান, শুভেচ্ছা, অভিনন্দন..... জনগণের আস্থা, সমর্থন ও ভালোবাসায় সিক্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি ৪২ বছর পেরিয়ে ৪৩ বছরে পদার্পণ করলো। শুভ এই দিনে সর্বোচ্চ শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে, যিনি জাতির এক যুগ সন্ধিক্ষণে বিএনপির প্রতিষ্ঠা করে দেশে নতুন ধারার রাজনীতির সূচনা করেছিলেন এবং সেই রাজনীতিকে জনগণ গ্রহন করে তাঁকে কালজয়ী নেতায় পরিণত করেছে।’

মো. জহির উদ্দিন বাবু লিখেন, ‘বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও জনবান্ধন রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শ্রদ্ধার সাথে স্মরণ করছি বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গনতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। বাকশাল নিপাত যাক, গণতন্ত্রে মুক্তি পাক।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন