শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

হলের দাবিতে ফের উত্তাল জবি, প্রধান ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ

প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

জবি প্রতিনিধি : আবাসন সংকট নিরসনে নতুন হল নির্মাণ ও দখলকৃত হল পুনরুদ্ধারসহ বেশ কয়েকটি দাবিতে বিক্ষোভ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। গতকাল রোববার সকাল ১০টায় পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
বিক্ষোভের একপর্যায়ে তারা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে দেয়। গত কয়েকদিন হতে সদ্য স্থানান্তরিত কেন্দ্রীয় কারাগারের জমিতে হল নির্মাণ করে আবাসন সংকট নিরসন করার দাবি জানিয়ে আসছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মিছিল ও সমাবেশ শেষে ক্লাস বর্জনের ডাক দেয় আন্দোলনকারীরা। সোমবার থেকে প্রতিদিন তিন ঘণ্টা করে ক্লাস বর্জনের সিদ্ধান্ত নিয়েছে তারা। আন্দোলনকারীদের একজন জানান সোমবার থেকে দাবি আদায়ের আগ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ক্লাস বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে অবস্থিত কেন্দ্রীয় কারাগারটি কেরানীগঞ্জে স্থানান্তরের পর কেন্দ্রীয় কারাগারের জমি পাওয়ার জন্য আবেদন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কারাগারের জমিতে একটি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, আন্তর্জাতিক কনভেনশন, প্রাত ও সন্ধ্যাকালীন হাঁটার জায়গা, শিশুপার্ক, কারাগারের মূল চত্বরের বাইরে পতিত জায়গাতে সিটি করপোরেশনের দোকান এবং জাতীয় চার নেতার স্মৃতি সংরক্ষণের জন্য স্মৃতিস্তম্ভ নির্মাণ করতে চায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা সিটি করপোরেশনের প্রস্তাবিত প্রকল্পের সঙ্গে সহমত পোষণ করে কারাগারের ২৩ একর জমিতে জাতীয় চার নেতার নামে চারটি হল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধীনে ও তত্ত্বাবধায়নে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও একটি শিশুপার্ক নির্মাণের দাবি জানান। পুরান ঢাকার এই ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানটি ২০০৫ সাল থেকে বিশ্ববিদ্যালয় হিসাবে যাত্রা শুরু করলেও শিক্ষার্থীরা এখন পর্যন্ত আবাসন সুবিধা থেকে বঞ্চিত। হলের জন্য জায়গা নির্ধারিত থাকলেও সেগুলো রয়েছে সরকারপন্থী প্রভাবশালীদের অবৈধ দখলে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন