বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভেনিজুয়েলায় হস্তক্ষেপ বন্ধ করতে যুক্তরাষ্ট্রকে চীন ও রাশিয়ার আহবান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০২০, ১১:৫৫ এএম

ভেনিজুয়েলায় হস্তক্ষেপ বন্ধ করতে যুক্তরাষ্ট্রকে আহবান জানিয়েছে চীন ও রাশিয়া।চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ভেনিয়জুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জর্জ অ্যারিজার সঙ্গে এক টেলিফোনালাপে যুক্তরাষ্ট্রের প্রতি ওই আহ্বান ফুটে ওঠে। -পার্সটুডে

তিনি বলেন, ভেনিজুয়েলার সরকার ও বিরোধী পক্ষ সংলাপের মাধ্যমে তাদের চলমান সমস্যার সমাধান করতে পারবে। এক্ষেত্রে কোনো বহিঃশক্তির হস্তক্ষেপের প্রয়োজন নেই। মার্কিন সরকার প্রকাশ্যে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার হুমকি দিয়েছে এমন মন্তব্য করে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, যখন ভেনিজুয়েলার সরকার ও জনগণ যখন প্রাণঘাতী কোভিডের বিরুদ্ধে লড়াই করছে, তখন দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে নিজের মানবিকতাবিরোধী চরিত্রকে উন্মোচন করেছে ওয়াশিংটন।
এদিকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মস্কোয় এক সংবাদ সম্মেলনে বলেন, মার্কিন কর্মকর্তারা বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করার যে ঘোষণা দিয়েছেন, তার বেশিরভাগই এখনও বাস্তবায়িত হয়নি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
Golam mustofa ৫ সেপ্টেম্বর, ২০২০, ৪:৫১ পিএম says : 0
Markinjukto rastor lav jonokh bebshai ota,bivinno deshe sena bahini dea babsa kora.ai jonno to sena uthai na,seba uthaile khabe ki.ai jinis ta tara jane,kintu amra janina.amra jani kisu holei america
Total Reply(0)
Mohammed Ali ৭ সেপ্টেম্বর, ২০২০, ২:০৪ এএম says : 0
মার্কিন যুক্তরাষ্ট্রের দাদগীরী হয়তোআরও ১০/১৫ বৎসর চলবে, তারপর চায়না। এইভাবে চলতে থাকবে।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন