শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

মুসল্লি হতাহত ও ইউএনও’র ওপর হামলা দুর্নীতির মহোৎসবের ফসল

ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

তিতাস গ্যাস এর দুর্নীতিবাজদের অবৈধ দাবি পূরণ না করার কারণে গ্যাস লিকেজ মেরামত না করে অবহেলা করায় নারায়ণগঞ্জের তল্লা বায়তুস সালাহ জামে মসজিদে ৩৫ জন দগ্ধসহ ১৭ জন মুসুল্লি ইন্তেকাল ও দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানম এর ওপর হামলা দুর্নীতির মহোৎসবের ফসল বলে মন্তব্য করেছেন ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ এর সভাপতি শহিদুল ইসলাম কবির। গতকাল শনিবার এক বিবৃতিতে শহিদুল ইসলাম কবির বলেন, দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে সততার সাথে কাজ করে দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমকে উপজেলার সরকারি কোয়াটারে দুর্নীতিবাজ সন্ত্রাসীদের হামলার স্বীকার হতে হয়েছে। যা রাষ্ট্রের জন্য চরম লজ্জাস্কর বিষয়। একইভাবে নারায়নগঞ্জের তল্লা বায়তুস সালাহ জামে মসজিদ সংলগ্ন এলাকায় তিতাস গ্যাস কর্তৃপক্ষের নিকট লিকেজ ঠিক করে দেয়ার জন্য একাধিকবার আবেদন করলেও ৫০ হাজার টাকা উৎকোচ না দেয়ায় তাদের অবহেলায় যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তাকে দুর্ঘটনা হিসেবে নয়, হত্যাকান্ড হিসেবে আমলে নিয়ে কর্তব্য পালনে অবহেলাকারীদেরকে আইনের আওতায় আনতে হবে। তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও মুজিব শতবার্ষিকী পালনের জন্য কোন অনুষ্ঠান নয় রাষ্ট্র এবং সরকারি দল ও জোটের সর্বোচ্চ পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত সব সেক্টর ও কমিটির নেতাদেরকে দুর্নীতি মুক্ত করাই হবে দেশ জাতি ও ভবিষৎ প্রজন্মের জন্য বড় উপহার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন