শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

করোনায় ভারতে মৃতের সংখ্যা ৭০ হাজার ছাড়াল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২০, ৯:৪৩ এএম

করোনাভাইরাসে এশিয়ার অন্য দেশগুলো সব মিলে মৃতের সংখ্যার ছেয়ে ভারতে অনেক বেশি। ইতোমধ্যে ভারতে মৃতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে গেছে। রোববার সকাল আটটা পর্যন্ত দেশটিতে ৭০ হাজার ৬৭৯ জনের মৃত্যু হয়েছে। ভারতে মোট ৪১ লাখ ১০ হাজার ৮৩৯ জন কভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৩১ লাখ ৭৭ হাজার ৬৭৩ জন।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, বিশ্বে মোট রোগীর সংখ্যা ২ কোটি ৭০ লাখ ৬২ হাজার ৭৪৪ জন। সুস্থ ১ কোটি ৯১ লাখ ৬২ হাজার ৬৯১ জন। মারা গেছেন ৮ লাখ ৮৩ হাজার ৭৪০ জন।

আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৬৪ লাখ ৩১ হাজার ১৫২ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৯২ হাজার ৮১৮ জন। সুস্থ ৩৭ লাখ ৭ হাজার।

দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে ১ লাখ ২৬ হাজার ২৩০ জনের প্রাণ গেছে কভিড-১৯ রোগে। দেশটিতে মোট আক্রান্ত ৪১ লাখ ২৩ হাজার।

করোনা ‘প্রতিরোধী’ ভ্যাকসিন অনুমোদনের ঘোষণা দেয়া রাশিয়ায় এখন পর্যন্ত ১০ লাখ ২০ হাজার ৩১০ জন রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১৭ হাজার ৭৫৯ জন।

মেক্সিকোয় শনাক্ত রোগী ৬ লাখ হলেও মৃত্যুতে অনেক উপরে দেশটি। এখন পর্যন্ত ৬৭ হাজার ৩২৬ জন মারা গেছেন সেখানে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন