কর্পোরেট ডেস্ক : মাসব্যাপী কৃষি, শিল্প ও বাণিজ্যমেলা শুরু হচ্ছে আজ শুক্রবার। বিপুল উৎসাহ আর উদ্দীপনার মধ্যদিয়ে সিরাজগঞ্জে শুরু হতে যাচ্ছে এ মেলা। সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে মাসব্যাপী এ মেলার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বিশেষ অতিথি থাকবেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এজন্য সাজানো হচ্ছে শহীদ শামসুদ্দিন স্টেডিয়াম। শহরের নিরিবিলি পরিবেশে দীর্ঘদিনের প্রাণের মেলা অনুষ্ঠান আয়োজনের ইতোমধ্যে শহরে ব্যাপক প্রাণচাঞ্চল্য শুরু হয়েছে। চলছে প্রচারও। মেলায় বসছে ৯০টি স্টল। শিশুদের জন্য থাকবে চমৎকার সব রাইডারস। সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গোলাম আবু ইউসুফ সূর্য জানান, আজ থেকে মাসব্যাপী মেলা শুরু হবে। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
মন্তব্য করুন