শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

কোটি টাকা লুট এমএলএম কোম্পানির

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

রাজধানীর মতিঝিলে ‘এ-ওয়ান বাজার লিমিটেড’ নামে একটি প্রতারক এমএলএম কোম্পানির সন্ধান পেয়ে গতকাল অভিযান চালিয়েছে র‌্যাব। এ সময় ওই প্রতিষ্ঠান থেকে সাতজনকে আটক করা হয়েছে।

র‌্যাব জানায়, মতিঝিলের ১ নম্বর আর কে মিশনের ইত্তেফাক ভবনের পঞ্চম তলায় ‘এ-ওয়ান বাজার লিমিটেড’ নামের একটি এমএলএম কোম্পানি ছিল। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে এমএলএম ব্যবসা পরিচালনা করে আসছে বলে জানান অভিযানের নেতৃত্ব দেওয়া র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। তিনি আরো জানান, ইতোমধ্যে তারা ঢাকায় বেশ কয়েকটি অফিস করে ৪০ হাজার গ্রাহকের কাছ থেকে অবৈধভাবে ৫০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তারা বড় ধরনের প্রতারক প্রতিষ্ঠান। অভিযানে সাতজনকে আটক করা হয়েছে।

এদিকে, মতিঝিল থানার কমলাপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. হাসান (২০) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। সে বিভিন্ন শিক্ষা বোর্ডের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাল সনদ ও সনদ তৈরি করত বলে জানা গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন