শুক্রবার ০৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১, ৩০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

কর্পোরেট

ইউআইইউ ট্রাইমিস্টার ২০১৬ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ¯িপ্রং ট্রাইমিস্টার ২০১৬-এ স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকস এবং স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর ভর্তি হওয়া নবাগত ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত দুইদিনব্যাপী ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম. রিজওয়ান খান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম. রিজওয়ান খান, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. চৌধুরী মোফিজুর রহমান, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকস-এর ডিন অধ্যাপক ড. মো. মুসা, ইকোনোমিকস বিভাগের প্রধান প্রফেসর ড. আমিরুল ইসলাম চৌধুরী,  এমবিএ  প্রোগ্রাম কো-অর্ডিনেটর ড. বদরুদ্দোজা মিয়া, ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. রাকিবুল মোস্তফা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং  বিভাগের প্রধান ড. সালেকুল ইসলাম, বিবিএ প্রোগ্রাম পরিচালক অধ্যাপক ড. আবু সালেহ মো. সোহেলুজ্জামান, রেজিস্ট্রার অধ্যাপক এএসএম সালাহউদ্দিন ও স্টুডেন্ট এ্যাফেয়ার্স বিভাগের পরিচালক সুমন আহমেদ। উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের প্রধান, অধ্যাপক, শিক্ষক, কর্মকর্তা, অভিভাবকসহ ছাত্রছাত্রীরা।  বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন