এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর বাংলা বিভাগ তাদের মাস্টার্স ৫৪তম ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে সম্প্রতি শিক্ষা সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে। এইউবির প্রতিষ্ঠাতা ও উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি মুকুল রায়, কবি মুহিউদ্দিন আকবর, এইউবির পরীক্ষা নিয়ন্ত্রক কে এম মনিরুল ইসলাম এবং কলা অনুষদের ডিন ড. মোঃ মুহসিন উদ্দিন। কবি মুহিউদ্দিন আকবর বলেন, এইউবির বাংলা বিভাগ থেকে যারা পাশ করে বের হচ্ছে তারা জাতীয় সাংস্কৃতিক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি এই বিভাগের সমৃদ্ধি কামনা করেন। বিভাগীয় প্রধান ড. রিটা আশরাফের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিভাগীয় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। স বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন