রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

বাংলামেইলের মালিক ভারপ্রাপ্ত সম্পাদকসহ ৪ জনের নামে আইসিটি আইনে মামলা

প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ভূয়া খবর প্রকাশের জেরে অনলাইন নিউজপোর্টাল বাংলামেইল এর মালিক ও ভারপ্রাপ্ত সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে (আইসিটি অ্যাক্ট) মামলা করেছে র‌্যাব। গতকাল সোমবার দুপুরে রাজধানীর পল্টন থানায় এই মামলা দায়ের করা হয়।
আসামিদের মধ্যে রয়েছেন নিউজ পোর্টালটির মালিক ফজলুল আজিম, ভারপ্রাপ্ত সম্পাদক মো. সাহাদাত উল্যাহ খান, নির্বাহী সম্পাদক মাকসুদুল হায়দার চৌধুরী ও সহ-সম্পাদক প্রান্ত পলাশ। ফজলুল আজিম ছাড়া বাকি ৩ জন বর্তমানে র‌্যাব-৩ এর কার্যালয়ে আটক রয়েছেন।
র‌্যাব-৩ এর কমান্ডিং অফিসার (সিও) খন্দকার সরোয়ার আলম মামলার বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে বলেন, ভূয়া খবর প্রকাশের কারণে আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে এখনই এ বিষয়ে বেশি কিছু বলা যাচ্ছে না।
এদিকে গতকাল সরকারের এক তথ্য বিবরণীতে বলা হয়, সরকার অনলাইন গণমাধ্যম বাংলামেইল ২৪ ডটকম এর সম্পাদকসহ নয়জন সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন