শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ফুটপাথ দখলমুক্ত করতে মাইকিং

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

নগরীর ফুটপাত মুক্ত রাখার আহবান জানিয়ে মাইকিং করেছেন সিটি প্রশাসক খোরশেদ আলম সুজন। গতকাল সোমবার তিনি মাঝিরঘাট থেকে শুরু করে কদমতলী-দেওয়ানহাট পর্যন্ত সড়ক পরিদর্শন করে অবৈধভাবে ফুটপাতে রাখা বিভিন্ন সরঞ্জাম ও স্থাপনা সরিয়ে নেয়ার আহবান জানান।
এ সময় তিনি বলেন, আমার কাজ কথা বলবে। আমি সর্বোচ্চ দিয়ে নগরবাসীর অধিকার আদায়ে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেছি। এজন্য দরকার নগরবাসীর সহযোগিতা ও সদিচ্ছা। ফুটপাত অবৈধ দখল করে ব্যবসা অবকাঠামো নিজ জিম্মায় সরিয়ে নেয়ার আহবান জানিয়ে বলেন, অন্যথায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় কঠোর অবস্থানে যাবে চসিক। এ সময় প্রশাসকের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, চসিক নির্বাহী প্রকৌশলী বিপ্লব কুমার দাশসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন