শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ডিএনসিসির অভিযান শুরু হচ্ছে আজ

অনুমোদনহীন বিলবোর্ড-সাইনবোর্ড

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ১২:০০ এএম

ফুটপাত অবৈধ দখলমুক্ত করার সাড়াশি অভিযান পরিচালনার পর ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবার অনুমোদনহীন বিলবোর্ড-সাইনবোর্ড অপসারণের অভিযান শুরু করবে। আজ (১৫ সেপ্টেম্বর) থেকে ডিএনসিসির অনুমোদনহীন বিলবোর্ড-সাইনবোর্ড উচ্ছেদ অভিযান শুরু হচ্ছে। ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম সামনে থেকে এ অভিযান পরিচালনা করবেন। এ বিষয়ে মেয়র বলেন, যত ধরনের অনুমোদনহীন সাইনবোর্ড, বিলবোর্ড আছে সেগুলো অপসারণ করা হবে। যতই ক্ষমতাবান, মাসল ম্যান হন না কেন ১৫ তারিখ থেকে সকল বিলবোর্ড-সাইনবোর্ড ভেঙ্গে দেওয়া হবে। আমরা এই শহরে সুন্দরভাবে থাকতে চাই, কিন্তু কেউ কেউ নিজের স্বার্থে, সকলের স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছেন। অনেকে বড় বড় হাউজিং করছেন, প্রজেক্ট সাইন, ব্যানার, সাইনবোর্ড ইত্যাদি দিয়ে লিখে রেখেছেন, ব্যবসা করছেন। ব্যবসা করেন ভালো কথা, কিন্তু সেটারও ট্যাক্স দিতে হবে। ঢাকা শহরকে আমরা পরিষ্কার-পরিচ্ছন্ন করছি। আমরা ডেঙ্গু থেকে নগরবাসীকে রক্ষা করার জন্য কাজ করছি, বর্জ্য অপসারণের কাজ করছি, কিন্তু ট্যাক্স দেব না, এটা হতে পারে না। ট্যাক্স না দিয়ে সাইনবোর্ড-বিলবোর্ড লাগিয়ে ব্যবসা করবেন এটি হতে দেওয়া যাবে না। এর আগে ডিএনসিসি গত ৭ সেপ্টেম্বর ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে সাঁড়াশি অভিযানে নামে। অভিযানকালে ফুটপাত ও সড়কে পাওয়া নির্মাণসামগ্রী ও অবৈধ স্থাপনা জব্দ করে তাৎক্ষণিক নিলামে তোলা হয়।
১০টি অঞ্চলে মোট ৩২টি নিলাম অনুষ্ঠিত হয়। এসব নিলামের মাধ্যমে ১৩ লাখ আট হাজার ৫৯০ টাকা এবং জরিমানা বাবদ ৬ লাখ ৪৫ হাজার টাকা আদায় করা হয়। এছাড়া এক হাজার ২০০টি অবৈধ স্থাপনা, টং দোকান, শেড উচ্ছেদ করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন