রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বিশ্বে করোনা থেকে সুস্থ দুই কোটি ১২ লাখের বেশি মানুষ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ১১:১৫ এএম

বৈশ্বিক মহামারী করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে সারা বিশ্বে মঙ্গলবার পর্যন্ত দুই কোটি ১২ লাখ ৭৯ হাজার ৮১৮ জন সুস্থ হয়ে উঠেছেন। এখন পর্যন্ত মারা গেছেন পর্যন্ত ৯ লাখ ৩২ হাজার ৭৪৪ জন কোভিড রোগী।

সারা বিশ্বে শনাক্ত হয়েছেন দুই কোটি ৯৪ লাখ ৪৫ হাজার ৬৮২ জন মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৭২ লাখ ৩৩ হাজার ১২০ জন চিকিৎসাধীন এবং ৬০ হাজার ৭৯৮ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ৪০ লাখ ২৭ হাজার ৮২৬ জন, ভারতে ৩৮ লাখ ৫৬ হাজার ২৪৬, ব্রাজিলে ৩৬ লাখ ১৩ হাজার ১৮৪, রাশিয়ায় আট লাখ ৭৮ হাজার ৭০০, দক্ষিণ আফ্রিকায় পাঁচ লাখ ৭৯ হাজার ২৮৯, পেরুতে পাঁচ লাখ ৭৩ হাজার ৩৬৪ জন।

কলোম্বিয়ায় ছয় লাখ ছয় হাজার ৯২৫ জন, মেক্সিকোতে চার লাখ ৭৫ হাজার ৭৯৫, চিলিতে চার লাখ সাত হাজার ৭২৫, ইরানে তিন লাখ ৪৮
হাজার ১৩, সৌদি আরবে তিন লাখ তিন হাজার ৯৩০, পাকিস্তানে দুই লাখ ৮৯ হাজার ৮০৬, তুরস্কে দুই লাখ ৬০ হাজার ৫৮ জন সুস্থ হয়েছেন।

জার্মানিতে সুস্থ হয়েছেন দুই লাখ ৩৭ হাজার ৫৫০ জন, ইতালিতে দুই লাখ ১৩ হাজার ৯৫০, কাতারে এক লাখ ১৮ হাজার ৯৩১, কানাডায় এক লাখ ২১ হাজার ২২৪, ফ্রান্সে ৮৯ হাজার ৫০৭ জন, ওমানে ৮৩ হাজার ৯২৮ এবং চীনের মূল ভূখণ্ডে ৮০ হাজার ৪২৬ জন।

এ ছাড়া বাংলাদেশে দুই লাখ ৪৩ হাজার ১৫৫ জন, কুয়েতে ৮৫ হাজার ৫০১, সংযুক্ত আরব আমিরাতে ৬৯ হাজার ৯৮১, সিঙ্গাপুরে ৫৬ হাজার ৮০২, সুইজারল্যান্ডে ৩৯ হাজার ৬০০, দক্ষিণ কোরিয়ায় ১৮ হাজার ৮৭৮, অস্ট্রেলিয়ায় ২৩ হাজার ৫৭৮ ও মালয়েশিয়ায় ৯ হাজার ২০৩ জন সুস্থ হয়ে উঠেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Mike Pompeo. ১৫ সেপ্টেম্বর, ২০২০, ৫:৫১ পিএম says : 0
The new name of California is "Bad Estate", all American bad men and women are moving to California from all other estates. After moving, where they go nobodies knows.
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন