দেশের প্রথম বি-টু-বি ই-কমার্স সাইট সিন্দাবাদ ডটকম চুক্তিবদ্ধ হলো স্বনামধন্য কনজ্যুমার ব্র্যান্ড রেকিট বেনকিজারের সাথে। সম্প্রতি রাজধানীর গুলশানে রেকিট বেনকিজারের কর্পোরেট অফিসে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এ চুক্তির আওতায় রেকিট বেনকিজারের সকল পণ্যের ই-কমার্স ডিস্ট্রিবিউটর হিসেবে সিন্দাবাদ ডটকম ভ‚মিকা পালন করবে অর্থাৎ, রেকিটের যাবতীয় পণ্য এখন সিন্দাবাদ থেকেই কিনে ফেলা যাবে। সিন্দাবাদ ডটকম-এ ৬,০০০ এর অধিক পণ্যের পাশাপাশি রেকিটের বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ড যেমন ডেটল, হারপিক, লাইজল, এয়ার উইক ইত্যাদি পাওয়া যাবে। অফিসের কেনাকাটার বিভিন্ন ঝামেলাজনক ধাপ এড়িয়ে এক জায়গায় এবং পাইকারি দামে কেনাকাটা করতে পারবে ক্ষুদ্র, মাঝারি বা বড় ব্যবসায়ীরা! চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেকিট বেনকিজারের সেলস ডিরেক্টর কাজী আরিফ জামান এবং সিন্দাবাদ ডটকমের সিইও এবং কো-ফাউন্ডার জীশান কিংশুক হক। সাথে আরও উপস্থিত ছিলেন উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জীশান কিংশুক হক বলেন, “সিন্দাবাদ ইতোমধ্যেই ব্যবসায়িক কেনাকাটার আস্থার জায়গা হিসেবে স্থান পেয়েছে। রেকিট বেনকিজারের মতো স্বনামধন্য ব্র্যান্ড সেই আস্থার জায়গাটাকে আরও শক্ত করবে বলে আমার বিশ্বাস। আমরা আরও বিভিন্ন ধরনের সুবিধা নিয়ে হাজির হব ক্রেতাদের সামনে”। কাজী আরিফ জামান বলেন, “সিন্দাবাদ ডটকম-এর সাথে সরাসরি চুক্তির ফলে এখন রেকিট বেনকিজারের বিভিন্ন পণ্য আরও সুবিধাজনক দামে সহজে এক জায়গায় অফিসগুলো পেতে পারবে। একটি গেøাবাল প্রতিষ্ঠান হিসেবে রেকিট বেনকিজার সবসময়ই প্রগতিশীল”। স বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন