বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের তৎকালীন চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থার উপ-পরিচালক মো. আলী আকবর বাদী হয়ে এ মামলা করেন। মামলায় তার বিরুদ্ধে ১ কোটি ৭২ লাখ ৩৭১ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়, অবৈধ সম্পদের মধ্যে রাজধানীর তেজকুনি পাড়া ও উত্তরায় দু’টি ফ্ল্যাট এবং রাজশাহীতে জমি রয়েছে। তিনি দাখিলকৃত সম্পদ বিবরণীতে ১৫ লাখ ৭৫ হাজার ৯৪১ টাকার অস্থাবর সম্পদের তথ্য গোপন করেছেন। তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২) ও ৪ (৩) ধারা প্রয়োগ করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন