শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ঢাকায় মালয়েশিয়া দিবস উদযাপন

কূটনৈতিক সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ১২:০০ এএম

মালয়েশিয়ার স্বাধীনতার ৬৩ বছর উপলক্ষে ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশন বিভিন্ন আয়োজনে দিবসটি উদযাপন করেছে।

গতকাল বুধবার ঢাকাস্থ মালয়েশিয়ার হাইকমিশন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। হাইকমিশন জানায়, স্বাধীনতার ৬৩ বছর উপলক্ষে গতকাল হাইকমিশনে পতাকা উত্তোলন, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

করোনাভাইরাসের প্রেক্ষিতে সীমিত আকারে দিবসটি পালনের আয়োজন করে ঢাকাস্থ মালয়েশিয়া হাইকমিশন। আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার আমীর ফরিদ আবু হাসান।

১৯৫৭ সালের ৩১ আগস্ট মালয়েশিয়া ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। তবে ১৯৬৩ সালের ১৬ সেপ্টেম্বর মালয়েশিয়া ফেডারেশন প্রতিষ্ঠিত হয়। এ দিনটিকে মালয়েশিয়া দিবস হিসেবে উদযাপন করে থাকে দেশটি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন