শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

টিআর-কাবিখায় দুর্নীতির বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট খারিজ

প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : স্থানীয় পর্যায়ে সরকারি টেস্ট রিলিফ (টিআর) ও কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচিতে অনিয়ম ও দুর্নীতির বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি জে এন দেব চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান । আবেদনের পক্ষে ইউনুছ আলী আকন্দ ছিলেন। পরে এস এম মনিরুজ্জামান বলেন, আবেদনটি যথাযথ না হওয়ায় রিট আবেদনটি ‘উত্থাপিত হয়নি’ বলে আদালত খারিজ করে দিয়েছেন। গত ২৬ জুলাই অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন। রিট আবেদনে, একটি কমিশন গঠন করে তথ্যমন্ত্রীর বক্তব্যর সত্যতা যাচাইয়ের জন্য আবেদন জানানো হয়। একই সঙ্গে রিট আবেদনে এমপিদের নামে বরাদ্দকৃত প্রকল্প বন্ধেরও নির্দেশনা চাওয়া হয়। রিটে স্থানীয় সরকার সচিব, অর্থসচিব, দুযোর্গ ব্যবস্থাপনা সচিবসহ ৭ জনকে বিবাদী করা হয়।
প্রসঙ্গ, গত ২৪ জুলাই ঢাকায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে টিআর ও কাবিখা প্রকল্পে চুরির জন্য এমপিসহ জনপ্রতিনিধি ও আমলাদের দায়ী করে বক্তব্য দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন