চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাণিজ্য মন্ত্রণালয় থেকে নতুনভাবে নিয়োগপ্রাপ্ত কমার্শিয়াল কাউন্সিলরগণ। শনিবার আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু হলে সাক্ষাতকালে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আবদুর রহিম খান ও উপ-সচিব সৈয়দা নাহিদা হাবিবা, আমেরিকার লস এঞ্জেলেস বাংলাদেশ কনস্যূলেট জেনারেল অফিসের কমার্শিয়াল কাউন্সিলর খুরশিদুল আলম, কোরিয়ায় বাংলাদেশ দূতাবাসের ড. মো. মিজানুর রহমান, মিয়ানমার দূতাবাসের শাহেদুল আকবর খানসহ কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট দেশসমূহের সাথে বাংলাদেশের বর্তমান ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের তথ্যচিত্র উপস্থাপন করে ব্যবসায়ীদের পক্ষ থেকে কিছু সুপারিশ তুলে ধরেন বাংলাদেশ সেন্টার অব এক্সিলেন্স (বিসিই)’র প্রধান নির্বাহী ওয়াসফি তামিম। মাহবুুবুল আলম বলেন, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে কমার্শিয়াল কাউন্সিলরদের ভ‚মিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে পণ্যের বহুমূখীকরণের কারণে বাংলাদেশ থেকে অনেক বেশী পণ্য রপ্তানির সুযোগ রয়েছে। এ সুযোগ কাজে লাগাতে হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন