অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের স্বাস্থ্যের অবস্থার আবারও অবনতি হয়েছে। আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের জানিয়েছেন, অ্যাটর্নি জেনারেলের ফুসফুস কাজ করছে না। পানি জমেছে। অবস্থা খুব একটা ভালো নয়। তার অবস্থা এখনও শঙ্কামুক্ত নয়। তার জন্য সবাই দোয়া করুন।
এদিকে পারিবারিক সূত্র জানায়, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের অবস্থা সঙ্কটাপন্ন। সোমবার সকাল থেকে ফুসফুস ঠিকমতো কাজ করছে না। যদিও এর আগের দিন স্ত্রী বিনতা মাহবুব সাংবাদিকদের বলেছিলেন, নমুনা পরীক্ষায় মাহবুবে আলমের রিপোর্টে করোনা নেগেটিভ এসেছে। ওইদিন সকালে তিনি নাশতাও করেছেন।
গত ৪ সেপ্টেম্বর চিকিৎসকরা মাহবুবে আলমকে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন। ওই দিনই তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন। করোনা পজিটিভ ও বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। গত ৩ সেপ্টেম্বর রাতে মাহবুবে আলম জ্বর অনুভব করেন। পরদিন ৪ সেপ্টেম্বর সকালে তার করোনভাইরাস শনাক্ত হয়। সেদিন তিনি সিএমএইচ হাসপাতালে ভর্তি হন। এরপর ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তার শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। তবে ১৮ সেপ্টেম্বর হঠাৎ তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে শুক্রবার ভোরেই তাকে আইসিইউতে নেয়া হয়।
সিনিয়র অ্যাডভোকেট মাহবুবে আলম ২০০৯ সালের ১৩ জানুয়ারি সরকারের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ছিলেন। তার বয়স ৭১ বছর ৬ মাস। করোনা আক্রান্ত মাহবুবে আলমের সুস্থতার জন্য তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন