শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

অ্যাটর্নি জেনারেলের স্বাস্থ্যের আরো অবনতি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ১২:০০ এএম

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের স্বাস্থ্যের অবস্থার আবারও অবনতি হয়েছে। আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের জানিয়েছেন, অ্যাটর্নি জেনারেলের ফুসফুস কাজ করছে না। পানি জমেছে। অবস্থা খুব একটা ভালো নয়। তার অবস্থা এখনও শঙ্কামুক্ত নয়। তার জন্য সবাই দোয়া করুন।

এদিকে পারিবারিক সূত্র জানায়, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের অবস্থা সঙ্কটাপন্ন। সোমবার সকাল থেকে ফুসফুস ঠিকমতো কাজ করছে না। যদিও এর আগের দিন স্ত্রী বিনতা মাহবুব সাংবাদিকদের বলেছিলেন, নমুনা পরীক্ষায় মাহবুবে আলমের রিপোর্টে করোনা নেগেটিভ এসেছে। ওইদিন সকালে তিনি নাশতাও করেছেন।

গত ৪ সেপ্টেম্বর চিকিৎসকরা মাহবুবে আলমকে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন। ওই দিনই তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন। করোনা পজিটিভ ও বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। গত ৩ সেপ্টেম্বর রাতে মাহবুবে আলম জ্বর অনুভব করেন। পরদিন ৪ সেপ্টেম্বর সকালে তার করোনভাইরাস শনাক্ত হয়। সেদিন তিনি সিএমএইচ হাসপাতালে ভর্তি হন। এরপর ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তার শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। তবে ১৮ সেপ্টেম্বর হঠাৎ তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে শুক্রবার ভোরেই তাকে আইসিইউতে নেয়া হয়।

সিনিয়র অ্যাডভোকেট মাহবুবে আলম ২০০৯ সালের ১৩ জানুয়ারি সরকারের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ছিলেন। তার বয়স ৭১ বছর ৬ মাস। করোনা আক্রান্ত মাহবুবে আলমের সুস্থতার জন্য তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (9)
Lutfur Rahman ২৩ সেপ্টেম্বর, ২০২০, ৪:৩১ এএম says : 0
আল্লাহ সবাইকে হেদায়েত করুন ।
Total Reply(0)
Shahabuddin Ahmed ২৩ সেপ্টেম্বর, ২০২০, ৪:৩২ এএম says : 3
আল্লাহ দ্রুত সুস্থতা দান করুক, আমিন
Total Reply(0)
Kazi Sharmin ২৩ সেপ্টেম্বর, ২০২০, ৪:৩২ এএম says : 3
আল্লাহ্ পাক তাকে সুস্হতা দান করুক আমিন।
Total Reply(0)
Masud Rana ২৩ সেপ্টেম্বর, ২০২০, ৪:৩৪ এএম says : 1
রোগ মুক্তি কামনা করছি।
Total Reply(0)
Kader Kibria Munna ২৩ সেপ্টেম্বর, ২০২০, ৪:৩৪ এএম says : 18
আল্লাহ ওনাকে নেক হায়াত ও সুস্থ্যতা দান করুন
Total Reply(0)
Eleous ২৩ সেপ্টেম্বর, ২০২০, ৯:১৩ এএম says : 1
তার সুস্থতা কামনা করছি
Total Reply(0)
মোঃআবদুল আউয়াল ২৩ সেপ্টেম্বর, ২০২০, ৯:১৭ এএম says : 0
দোয়া করি আল্লাহ যেন তাঁকে শেফায়ে আজেলা কামেলা নসীব করেন। শিক্ষানবীস আইনজীবি
Total Reply(0)
নুরজাহান ২৩ সেপ্টেম্বর, ২০২০, ৫:৩২ পিএম says : 0
তার আরগ্যে কামনা করছি
Total Reply(0)
Mohammed Shah Alam Khan ২৩ সেপ্টেম্বর, ২০২০, ৯:৩০ পিএম says : 0
আমাদের সবাইকেই একদিন এই পৃথিবীর মায়া ছেড়ে না ফেরার দেশে চলে যেতে হবে এটাই প্রকৃতির বিধান। তারপরও আমাদের মধ্যে যারা খুবই ভাল করেন তারা যখন বিদায় নেন তখন সাময়িক ভাবে সমাজের মস্তবড় একটা ক্ষতি সাধান হয়। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বাংলাদেশের একজন গুনি জ্ঞানী ব্যাক্তিত্ব ওনার অভাব অবশ্যই অপুরনিয়। তাই আল্লাহ্‌র দরবারে আমি প্রার্থনা করছি আল্লাহ্‌ যেন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন। আমিন
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন