শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

চট্টগ্রামে পাহাড় কেটে মেয়র ভবন নির্মাণ অবৈধ-হাইকোর্ট

প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বন্দরনগরী চট্টগ্রামের টাইগার পাসে পাহাড় কেটে সিটি কর্পোরেশনের মেয়র ভবন নির্মাণকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে পরিবেশ অধিদফতরের নিকট চসিকের ভবন নির্মাণের আবেদনটি ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়েছে। পরিবেশ অধিদফতরের অনুমতি ছাড়া এই ভবন নির্মাণে বিবাদীদের নিষ্ক্রিয়তাও অবৈধ বলে ঘোষণা করেছেন আদালত। গতকাল এক রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃঞ্চা দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই এ রায় দেন। আদালতে রিটকারীর পক্ষে মামলা পরিচালনা করেন মনজিল মোরসেদ। অন্যদিকে মেয়রের পক্ষে ছিলেন মকবুল আহম্মেদ।
মনজিল মোরসেদ সাংবাদিকদের জানান, আদালত বলেছেন, সরকারের প্রতিবেদন অনুযায়ী এই ভবন নির্মাণে পরিবেশ অধিদফতরের অনুমতি নেই। সুতরাং পরিবেশ অধিদফতর ও জেলা প্রশাসকের অনুমতি ব্যতীত পাহাড় কেটে এ ধরনের ভবন নির্মাণ বে-আইনি। ২০১৪ সালের ৭ ডিসেম্বর রিটের প্রাথমিক শুনানি নিয়ে মেয়র হাউস নির্মাণ ৭ দিনের জন্য স্থগিত করে হাইকোর্ট। একই সঙ্গে এ নির্মাণ কাজের ক্ষেত্রে প্রয়োজনীয় সকল অনুমোদন নেয়া হয়েছে কিনা সাত দিনের মধ্যে সে ব্যাপারে আদালতে প্রতিবেদন জমা দেয়ার জন্য চট্টগ্রামের জেলা প্রশাসক ও পরিবেশ অধিদফতরের পরিচালককে (মনিটরিং) নির্দেশ দেয়া হয়। কিন্তু পরিবেশ অধিদফতরের অনুমতি ছাড়া পুনরায় নির্মাণ কাজ শুরু করলে পুনরায় রিট দায়ের করেন আইনজীবী আসাদুজ্জামান সিদ্দিকী। রিটের শুনানি শেষে আদালত এই রায় দেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন