শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

দেশের অর্থনীতি নিয়ে বিশ্বব্যাংকের সন্তোষ প্রকাশ

প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : বাংলাদেশের সার্বিক অর্থনীতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে বিশ্বব্যাংক। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরীর সঙ্গে সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর কুইমিয়াও ফ্যানের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের বৈঠকে এ সন্তোষ প্রকাশ করা হয়। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ, সিনিয়র উপদেস্টা, অর্থনৈতিক উপদেস্টা ও নির্বাহী পরিচালক ও তিনটি বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহী উপস্থিত ছিলেন।
জানা গেছে, গভর্নর ফজলে কবিরের সঙ্গে এই বৈঠকটি হওয়ার কথা ছিল। কিন্তু তিনি অসুস্থ হওয়ায় ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরীর সভাপতিত্বে এটি হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা বলেন, টোটালি সৌজন্য বৈঠক ছিল এটি। বৈঠকে দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এ সময় অর্থনীতির বেশ কিছু সূচকে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। তবে কিছু কিছু সূচকে আরও মনোযোগী হওয়ারও পরামর্শ দিয়েছে দাতা সংস্থটি। তিনি আরও জানান, এ সময় বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ ব্যাংকে পরিচালিত দুটি প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে। এগুলো হলোÑআর্থিক খাত সহায়তা প্রকল্প (ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক বা এফএসএসপি) ও ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড ফিন্যান্সিং ফ্যাসিলিটি (আইপিএফএফ) প্রকল্প। এর আগে মার্কিন এমবেসির দুই কর্মকর্তার সঙ্গে বাংলাদেশ ব্যাংকের বৈঠক হয়। ওই বৈঠকে রিজার্ভ চুরি বিষয়টি ছাড়াও সাইবার সিকিউরিটি ও সেকেন্ডারি বন্ড মার্কেট নিয়ে আলোচনা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন