বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বাগদাদে হাসপাতালে আগুনে পুড়ে ২৪ সদ্যজাত শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক
ইরাকের রাজধানীর একটি হাসপাতালে গতকাল আগুনে পুড়ে কমপক্ষে ২৪ সদ্যজাত শিশু মারা গেছে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে রুদওয়া অনলাইন বার্তা সংস্থা একথা জানায়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পশ্চিম বাগদাদে ইয়ারমুক হাসপাতালের একটি মা ও শিশু ওয়ার্ডে গতকাল ভোরে আগুন লাগে। এ সময় একটি অক্সিজেন ক্যাপসুল বিস্ফোরিত হবার ফলে শিশুরা অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। কমপক্ষে ৭টি শিশু একং ২৯ জন মহিলাকে উদ্ধার করে অপর একটি হাসপাতালে শিফ্ট করা হয়।
বিবৃতিতে আরো বলা হয়, আগুন লাগার পর পরই তা নিয়ন্ত্রণে আনা হয়।
সূত্র জানায়, আগুন লাগার পর ধোঁয়ায় গোটা ওয়ার্ড আচ্ছন্ন হয়ে পড়ে। ধোঁয়ার কারণেই শিশুরা মূলত দমবন্ধ হয়ে মারা গেছে। অগ্নিকা-ের কারণ তদন্ত করা হচ্ছে। তবে প্রাথমিক খবরে জানা গেছে, বৈদ্যুতিক কারণে আগুন লাগতে পারে। শহরের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত হাসপাতালটি এলাকার সর্ববৃহৎ চিকিৎসা সেবা প্রতিষ্ঠান। সূত্র : সিনহুয়া ও রুদওয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন