শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

তারানা হালিমসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা খারিজ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমসহ ৫ জনের বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার দ্বিতীয় সিনিয়র সহকারি জজ মো.আশিকুজ্জামান মামলাটি খারিজ করে দেন। গত ২৮ সেপ্টেম্বর মামলা করেন একুশে পদকপ্রাপ্ত ছড়াকার এবং বিএনপি সমর্থক সাংবাদিক নেতা আবু সালেহ। মামলায় তারানা হালিম ছাড়াও অভিনেতা সাজু খাদেম, নাট্যকার মান্নান হীরা, নোয়াখালী-২ আসনের এমপি ও আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলম এবং তথ্য মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়। আবেদনে বলা হয়, বঙ্গবন্ধুর হত্যার দায়মুক্তির প্রতিবাদে স¤প্রতি দেশের স্যাটেলাইট টেলিভিশন, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে স¤প্রচার হয় নাটক ‘ইনডেমনিটি’। নাটকে ১৯৭৫-এ জাতির পিতার নির্মম হত্যাকান্ডের পর পাকিস্তানের দোসরদের ক্ষমতা ভাগাভাগি এবং পর্দার আড়ালের ঘটনাও তুলে ধরা হয়। ইনডেমনিটি অর্ডিন্যান্সের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ হিসেবে বঙ্গবঙ্গু সাংস্কৃতিক জোট নিজস্ব অর্থায়নে এ মঞ্চনাটক নির্মাণ করে। ৪৩ মিনিটের নাটকের শুরুর উপস্থাপনা করেন বঙ্গবন্ধু সাংস্কৃতি জোটের সভাপতি এবং সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। নাটকটি প্রচারের পর থেকেই সেটি প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে বিএনপি। দলটির অভিযোগ,‘ইনডেমনিটি’নাটকের মাধ্যমে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে উদ্দেশ্যমূলকভাবে খাটো করার অপচেষ্টা ও অপ প্রচার চালানো হয়েছে। ইতিহাস বিকৃতির অভিযোগ এনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি তারানা হালিমসহ পাঁচ জনের বিরুদ্ধে দায়ের করা হয় এ মামলা। মামলার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আব্দুল হান্নান ভুইয়া।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন