কূটনৈতিক সংবাদদাতা ঃ পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে পসৗজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত তুরস্কের নতুন রাষ্ট্রদূত পডভরিন ওজতুর্ক। গতকাল বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তারা বৈঠক করেন।
এসময় তারা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে কথা বলেন বলে জানা গেছে।
সাক্ষাৎকালে আবুল হাসান মাহমুদ আলী বলেন, তুরস্কের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত গভীর এবং ভবিষ্যতে এটি আরো বেগমান হবে। এসময় তিনি তুরস্কের রাষ্ট্রদূতকে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়ানোর আহ্বান জানান।
পর্যটন ও অবকাঠামো নির্মাণ খাতে দুই দেশ এক সঙ্গে কাজ করতে পারে বলে জানিয়ে তুরস্কের রাষ্ট্রদূত বলেন, তার দেশের এ ব্যাপারে ভালো অভিজ্ঞতা রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন