শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

তিন দশকের মামলা তিন মাসে নিষ্পত্তির নির্দেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০২০, ১২:০২ এএম

তিন দশকেরও বেশি সময় (৩২ বছর) ধরে ঝুলে থাকা ‘সীমা হত্যা মামলা’ ৩ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একটি সাক্ষীর জন্য বিচারাধীন অবস্থায় ঝুলে আছে মামলাটি। তবে ওই সাক্ষী হাজির না হলেও অন্যান্য প্রমাণাদির ভিত্তিতে মামলাটি নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়েছে। বিচারপতি এম. ইনায়েতুর রহিম এবং বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ডিভিশন বেঞ্চ গতকাল এ নির্দেশ দেন। নির্দেশ প্রতিপালনে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার কথা বলেন আদালত।

সংশ্লিষ্ট অ্যাডভোকেট এএম জামিউল হক ফয়সাল বলেন, ‘৩২ বছর ধরে ঝুলে আছে পুরান ঢাকার আলোচিত ‘সীমা হত্যা মামলা’র বিচার। এ বিষয়ে জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটির প্রতি আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়। সুপ্রিম কোর্ট বারের অ্যাডভোকেট ইশরাত হাসান আদালতের দৃষ্টিতে আনেন। তিনি বলেন, ৩২ বছর আগে ঢাকায় সীমা নামের এক মেয়েকে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় আহমেদ নামের এক ছেলে হত্যা করে। এই মামলার ৩২ বছর ধরে শুনানি হচ্ছে না। ঢাকার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালে এই মামলাটি বিচারাধীন রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন