হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ আহমদ শফী (রহ.) দ্বীনের একনিষ্ঠ রাহবার ছিলেন। নাস্তিক্যবাদের বিরুদ্ধে আল্লামা আহমদ শফী (রহ.) আজীবন সংগ্রাম করেছেন। বাতেলের সাথে আল্লামা শফী (রহ.) কোন আপোষ করেননি। গতকাল বৃহস্পতিবার নগরীর দোলাইপাড়ে আঞ্জুমানে দাওয়াতে ইসলাহ বাংলাদেশ বাংলাদেশ এর উদ্যোগে অনুষ্ঠিত ইসলাহী জোড় ও দোয়া মাহফিলে নেতৃবৃন্দ এসব কথা বলেন। আল্লামা শাহ আহমদ শফী (রহ.) এর সুযোগ্য সাহেবজাদা মাওলানা শাহ ইউসুফ মাদানীর সভাপতিত্বে এতে দেশ বরেণ্য ওলামায়ে কেরামরা বক্তব্য রাখেন। এছাড়া সারাদেশ থেকে আল্লামা শফী (রহ.) এর সহস্রাধিক খলিফারা দোয়া মাহফিলে অংশগ্রহণ করে তার কর্মময় জীবিন ওপর স্মৃতিচারণ করেন। জাতীয় ইমাম সমাজের মহাসচিব ও চকবাজার শাহী মসজিদের খতীব মাওলানা মিনহাজ উদ্দিনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আল্লামা শফী (রহ.) ছোট সাহেবজাদা মাওলানা আনাস মাদানী। ইসলাহী জোড়ে ৭ বিভাগের বিভাগীয় কমিটি গঠন করা হয় এবং দেশ ও জাতির মঙ্গল এবং আল্লামা শাহ আহমদ শফী (রহ.) এর রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন