বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

করোনাসহ বিভিন্ন রোগে ৬২ আইনজীবীর ইন্তেকাল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২০, ১২:০৪ এএম

সুপ্রিম কোর্ট বারে গত এক বছরে ৬২ জন আইনজীবী ইন্তেকাল করেছেন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমও রয়েছেন। এ তথ্য জানিয়েছেন বারের সম্পাদক ব্যারিস্টার রূহুল কুদ্দুস কাজল।
তিনি জানান, করোনা সংক্রমণ এবং বিভিন্ন রোগে অসুস্থ হয়ে চলতি বছর ৬২ আইনজীবী ইন্তেকাল করেছেন। এ হিসেব ৬ অক্টোবর পর্যন্ত।
মৃত্যুবরণকারীদের মধ্যে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অ্যাডভোকেট সাহারা খাতুন, অ্যাডভোকেট মোহাম্মদ ইদ্রিসুর রহমান, অ্যাডভোকেট ড. এনামুল হক, অ্যাডভোকেট মো. আব্দুল মান্নানও রয়েছেন।
এছাড়া সাবেক অ্যাটর্নি জেনারেল প্রয়াত ব্যারিস্টার কে এস নবীর ছোট ছেলে ব্যারিস্টার কাজী সিরাতুন নবী, সাবেক এমপি অ্যাডভোকেট এ টি এম আলমগীর হোসেন, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সভাপতি কাজী সাজাওয়ার হোসেনসহ আরও অনেকে ইন্তেকাল করেছেন।
ব্যারিস্টার কাজল বলেন, গত ৬ অক্টোবর পর্যন্ত ৬২ জন সদস্যকে হারিয়েছি। সুপ্রিম কোর্ট বার প্রাঙ্গনে শুধুমাত্র অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের জানাজা হয়েছে। বার সম্পাদকদের মধ্যে আমার সবচেয়ে দুর্ভাগ্য।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন