মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

কর্পোরেট

রাজস্ব বেড়েছে আলিবাবার

প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট ডেস্ক : হিসাব বছরের প্রথম প্রান্তিকে (এপ্রিল-জুন) আলিবাবার মুনাফা বেড়েছে ৫৯ শতাংশ। শেয়ারবাজারে প্রবেশের পর সবচেয়ে বড় অঙ্কের রাজস্ব হলো এবার। ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, চীনের অর্থনীতির শ্লথগতি নিয়ে শঙ্কা থাকা সত্তে¡ও দেশটির শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠানটির বিক্রি ও ব্যবহারকারীর সংখ্যা বেড়েই যাচ্ছে। সেই সঙ্গে ক্লাউড-কম্পিউটিং ব্যবসার পরিসরও বাড়ছে। আলিবাবার তথ্য অনুযায়ী, এপ্রিল-জুন সময়ে প্রতিষ্ঠানটির রাজস্ব এসেছে ৩ হাজার ২১৫ কোটি ইউয়ান। আগে তা ছিল ২ হাজার ২৫ কোটি ইউয়ান। তাওবাও ও টিমলসহ চীনের রিটেইল বাজার থেকে এ রাজস্ব অর্জন হয়েছে। আর্থিক খতিয়ান প্রকাশ অনুষ্ঠানে আলিবাবার প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) ম্যাগি উ বলেন, গ্রামাঞ্চল ও ভোক্তাপণ্যে প্রতিষ্ঠান বিনিয়োগ অব্যাহত রাখবে। তবে বিনিয়োগের সময়সীমা নিয়ে নির্দিষ্ট কিছু বলেননি। পাঁচটি নতুন ক্যাটাগরির ওপর আলিবাবার ক্লাউড ব্যবসা দাঁড়িয়ে আছে। প্রতিষ্ঠান বলছে, ক্লাউড থেকে ব্যবসা ক্রমেই বাড়ছে। এ ব্যবসা থেকে রাজস্ব ১৫৬ শতাংশ বেড়ে ঠেকেছে ১৮ কোটি ৭০ লাখ ডলারে। প্রথম প্রান্তিকে আলিবাবার খাদ্য সরবরাহ সেবা কুওবেই থেকে লোকসান হয়েছে ৩ কোটি ৭০ লাখ ডলার। জুনে শেষ হওয়া প্রান্তিকে আলিবাবার সক্রিয় ক্রেতা ছিলেন ৪৩ কোটি ৪০ লাখ জন। মোবাইলে মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা বেড়ে ঠেকেছে ৪২ কোটি ৭০ লাখে। এদিকে বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্ম তৈরি করতে ইচ্ছুক আলিবাবা। বিষয়টি নিয়ে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া জি২০ সম্মেলনে অংশগ্রহণকারী দুই-এটি দেশের সঙ্গে আলোচনা করতে চান প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জ্যাক মা । তিনি বলেন, নতুন প্ল্যাটফর্ম ব্যবসা সংক্রান্ত বিভিন্ন বাধা কমাতে সহায়তা করবে। এখন তার লক্ষ্য চীনের ঝেজিয়াং প্রদেশের হ্যাংঝৌয়ে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া জি২০ সম্মেলন। সেসময়ই তার ধারণা উত্থাপন করবেন বৈশ্বিক নেতাদের সামনে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন