নাটোর জেলা সংবাদদাতা : নাটোরের বাগাতিপাড়া উপজেলায় বিষপানে আত্মহত্যার প্রবনতা ক্রমেই বৃদ্ধি পচ্ছে। তিন মাসে আত্মহত্যার উদ্দেশ্যে বিষপান করে হাসপাতালে ভর্তি হয়েছে ৪০ জন এবং দুইজনের মৃত্যু হয়েছে। আইন থাকলেও তার প্রয়োগ নেই। বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত মে মাসে বিষপান করে হাসপাতালে ভর্তি হয়েছে ১২জন, জুন মাসে ১৫জন ও জুলাই মাসে ১৩জন। এর মধ্যে নারী রয়েছেন ২৫ জন এবং পুরুষ ১৫ জন। গত তিন মাসে ৪০ জন নারী পুরুষ আত্মহত্যা করতে বিষপান করে হাসপাপতালে ভর্তি হয়েছে এমন তথ্য নিশ্চিত করে হাসপাতাল কর্তৃপক্ষ। এব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনজার্চ আমিনুর রহমান জানান, হাসপাতাল কর্তৃপক্ষ এধরনের কোন তথ্যই পুলিশকে জানায়নি। জানালে পুলিশ অবশ্যই আইনী ব্যবস্থা নিবে। গত তিন মাসে বিষপানে আত্মহত্যায় নিহত দুইজনের তথ্য তাদের জানা আছে। আত্মহত্যার চেষ্টাকারীদের বিরুদ্ধে তার পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধিরাও মামলা করতে পারবেন। এর আইন সম্পর্কে তিনি আরও বলেন আইনের ৩০৯ ধারায় বলা আছে, যে ব্যক্তি আত্মহত্যা করার উদ্যোগ গ্রহণ করে এবং অনুরূপ অপরাধের উদ্দেশ্যে কোন কাজ করে, সেই ব্যক্তি বিনাশ্রম কারাদ-ে দ-িত হবে যার মেয়াদ এক বছর পর্যন্ত হতে পারে বা অর্থদ- বা উভয় দ-ে দ-িত হবে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রবি সঙ্কর ম-ল বলেন, আইন প্রয়োগকারী সংস্থাকে এ জাতীয় কোন তথ্য দেয়ার নির্দেশনা তাদের কাছে নেই। তবে স্বপ্রণোদিত ভাবে পুলিশ প্রশাসন এমন তথ্য চাইলে অব্যশাই জানানো হবে। মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুনের সাথে কথা হলে তিনি বলেন, বাল্যবিবাহ, পারিবারিক সহিংসতা এবং সচেতনতার অভাবে এমনটি হয়ে থাকে। আত্মহত্যার প্রবনতা রোধে জনসচেতনা সৃষ্টি করতে হবে। এজন্য স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে নিয়মিত আলোচনা করতে হবে। পাড়া-মহল্লায় ওঠান বৈঠকের আয়োজন করতে হবে। সেখানে নারী পুরুষের উপস্থিতি নিশ্চিত করতে হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন