শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

কর্পোরেট

জাদুঘরে বঙ্গবন্ধু স্মৃতি বক্তৃতা এবং বঙ্গবন্ধুর স্মৃতি নিদর্শনের বিশেষ প্রদর্শনীর আয়োজন

প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয় জাদুঘর এদেশের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের এক জাতীয় প্রতিষ্ঠান। ব্রিটিশ শাসন থেকে মুক্তির জন্য স্বাধিকার আন্দোলন, ভাষা আন্দোলন, বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন এবং এই আন্দোলনে বঙ্গবন্ধুর অনন্য অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য জাতীয় জাদুঘরে ৩টি গ্যালারি ইতিহাসের ধারাবাহিকতায় উপস্থাপন করেছে। ঐ গ্যালারিতে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, ৭১-এর মুক্তিযুদ্ধ, স্বাধীনতা-উত্তর বাংলাদেশ লাইট অ্যান্ড সাউন্ড শো শিরোনামে প্রতিদিন প্রদর্শিত হচ্ছে। বাংলাদেশের অতীত, দূর অতীত এবং সমকালীন ইতিহাস বিশেষ করে বাঙালির অবিসংবাদিত নেতা সমকালীন ইতিহাসের মহানায়ক শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর দীর্ঘ সংগ্রামের ইতিহাস তুলে ধরার জন্য বাংলাদেশ জাতীয় জাদুঘর আধুনিক প্রযুক্তির সহায়তায় নতুনভাবে গ্যালারি উপস্থাপন করেছে। ১৫ আগস্টের শোকাবহ ঘটনাবলী, জাতীয় বীরের আত্মত্যাগের প্রকৃত ইতিহাসকে নতুন প্রজন্মের চেতনায় প্রতিফলিত করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রতি বছর নানা কর্মসূচির আয়োজন করে থাকে। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী পালন উপলক্ষে এবছর আয়োজন করা হয়েছে বঙ্গবন্ধু স্মৃতি বক্তৃতা এবং বঙ্গবন্ধুর স্মৃতি নিদর্শনের বিশেষ প্রদর্শনী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন