মাগুরা জেলা সংবাদদাতা : মালতী শীল নামে এক গৃহবধূকে গাছের সাথে বেঁধে নির্যাতন করেছে দূবৃর্ত্তরা। মাগুরা সদর উপজেলার কুকনা গ্রামের ঘোষ পাড়ায় শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ছাগল দিয়ে জমির ফসল খাওয়ানোর অভিযোগ তুলে এ নির্যাতন করা হয়েছে বলে জানা গেছে। নির্যাতিতা মালতী শীল কুকনা গ্রামের রতন শীলের স্ত্রী। মালতী শীল জানায়, সম্প্রতি তার একটি গরু ও একটি ছাগল চুরি হয়। গরু চুরির সময় সে চোরদের চিনতে পেরে থানায় অভিযোগ করলে অভিযুক্ত সুজন, স্বপন, ভরত, অসীম, রাজ কুমার, শ্যামাপদ ঘোষসহ তাদের সহযোগিরা গত রোববার তাকে এবং তার স্বামীকে বেদম প্রহার করে তার স্বামী রতন শীলকে তুলে নিয়ে যায়। এ ঘটনা থানায় জানালে দূবৃর্ত্তরা ক্ষিপ্ত হয়ে বাড়ি থেকে মালতীকে ধরে এক কিলোমিটার দূরে নিয়ে গাছের সাথে দড়ি দিয়ে বেঁধে মারপিট করে। পরবর্তীতে পৌর কাউন্সিলর এসে তার বাঁধন খুলে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে তারা পালিয়ে যায়। সন্ধ্যায় মালতী শীল থানায় এ ব্যাপারে মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত সুজন ও অসীমকে আটক করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন