শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

অ্যান্টিবডি লড়তে পারে পাঁচ-সাত মাস মাত্র

দাবি বিজ্ঞানীদের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০২০, ১২:০৩ এএম

এতদিন অনেকেই নিশ্চিত থাকতেন এই ভেবে যে, একবার করোনা হয়ে গেলে আর কোনও ভয় নেই। সে ধারণা যে খুব ঠিক নয়, সেটাই এবার পরিষ্কার করলেন বিজ্ঞানীরা। একবার করোনা সংক্রমণ হলে, শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, তা মাত্র পাঁচ মাস স্থায়ী হয়। অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক এই দাবি করলেন। এই দলের নেতৃত্বে রয়েছেন এক বাঙালি-মার্কিন গবেষক। ৬ হাজার করোনা-আক্রান্তকে নিয়ে পরীক্ষা করে দেখে অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এই দলটি। তাদের তরফে জানানো হয়, তারা দেখেছেন, পাঁচ-সাত মাস পর্যন্ত শরীরে করোনার অ্যান্টিবডি রয়েছে। করোনা-সংক্রমিত হওয়ার পরে বেশি দিন ভাইরাসটিকে প্রতিরোধ করার ক্ষমতা কেন থাকছে না- এ প্রশ্নের উত্তর পেতেই তদন্ত শুরু করেছিলেন তারা। সূত্র : জি নিউজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন