শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

সাক্ষ্য দিলেন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল

বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। গতকাল ঢাকার দ্রæত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালত এ সাক্ষ্যগ্রহণ করেন। তোফাজ্জল হোসেন আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেছিলেন। মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করা হয় ১৯ অক্টোবর। আগামী ২৭ অক্টোবর পর্যন্ত সাক্ষ্যগ্রহণ চলবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকা সফরের আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন আবরার ফাহাদ। এর জেরে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েট ছাত্রলীগের তৎকালীন নেতা-কর্মীরা পিটিয়ে হত্যা করে আবরারকে। এ ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে মামলা হয়। একই বছর ১৩ নভেম্বর ২৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়। এর মধ্যে হত্যার সঙ্গে জড়িত ৮ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন