শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

রিজভীর শারীরিক অবস্থার উন্নতি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০২০, ১২:০৪ এএম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে। গতকাল চিকিৎসকদের একটি দল তার সর্বশেষ শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে। পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকরা জানিয়েছেন তার শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতির দিকে। তিনি এখন স্বাভাবিক খাবার খেতে পারছেন। ড্যাবের সাবেক মহাসচিব ডা. এ জেড এম জাহিদ হোসেন আশা প্রকাশ করে বলেন, খুব দ্রুতই তিনি (রিজভী) পুরোপুরি আরোগ্য লাভ করবেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের মানববন্ধন কর্মসূচি শেষ করে নিজের গাড়িতে উঠার পরপরই বুকে ব্যথা অনুভব করেন। পরে প্রথমে তাকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। এরপর দ্রুত সেখান থেকে তাকে ধানমন্ডির ল্যাবএইডে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে সিসিইউতে চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। হাসপাতালে অধ্যাপক সোহরাফ-উজ জামানের তত্ত্ববধায়নে তার চিকিৎসা হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন