মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

জম্মু-কাশ্মীর চীনের অংশ : টুইটার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

ভারতের কেন্দ্রীয় শাসিত অঞ্চল জম্মু-কাশ্মীরকে চীনের অংশ বলে দেখাচ্ছে টুইটারের লোকেশন সার্ভিস। বিষয়টি নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে। তবে এখনও এ ব্যাপারে টুইটারের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রকাশিত খবরে বলা হয়েছে, ভারতের প্রখ্যাত সাংবাদিক নীতিন গোখলে দেশটির কেন্দ্র শাসিত অঞ্চল লাদাখের লেহ-র ওয়ার মেমোরিয়াল পরিদর্শনে যান। সেখান থেকে তিনি একটি টুইটার লাইভ করেন। তখন জিও লোকেশন হিসেবে দেখায় ‘লেহ-পিপসল রিপাবলিক অফ চায়না’। এই স্ক্রিনশট টুইটারে শেয়ার করেন সাংবাদিক। উল্লেখ্য, লেহ শহর থেকে চার কিলোমিটার দূরে লেহ-কার্গি যাওয়ার রাস্তায় এই স্মৃতিসৌধ তৈরি করা হয়েছে। ভারত-পাকিস্তান যুদ্ধে যে সব জওয়ান নিহত হয়েছেন তাদের স্মৃতিকে সম্মান দিতে এই সৌধ নির্মাণ করা হয়। আর এই স্থানকে চীনের অংশ বলে দেখাচ্ছে টুইটার। ইন্ডিয়ান টাইমস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন