মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

জম্মু-কাশ্মীরে আটক ৫৭০

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২১, ১২:০৩ এএম

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে অভিযান চালিয়ে ৫৭০ জনকে আটক করেছে দেশটির জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। কাশ্মীরের ১৬টি জায়গায় অভিযান চালায় এনআইএ। সম্প্রতি হামলা মামলার জেরে অভিযুক্ত দ্যা রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) এর সদস্যদের বাড়িতে তল্লাশী চালানো হয়। এ সময় আটক করা হয় তাদেরকে। এনআইএ-র দাবি, জঙ্গি সংগঠন আইএস-এর ভারতীয় শাখার মুখপত্র ‘ভয়েজ অব হিন্দ’। ২০২০-র ফেব্রুয়ারি মাস থেকেই জঙ্গি সংগঠনটি মাসিক অনলাইন পত্রিকাটি প্রকাশ করছে। কাশ্মীর উপত্যকায় যুবকদের আরও বেশি করে ধর্মীয় মৌলবাদী কার্যকলাপে জড়িয়ে পড়ার নেপথ্যে ওই পত্রিকার প্রবল প্রভাব দেখছেন গোয়েন্দারা। সেই সূত্রেই শ্রীনগর, অনন্তনাগ, বারামুলা, কুলগামের বিভিন্ন ঠিকানায় অভিযান চালায় এনআইএ। এবিপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন