শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

নৌযান শ্রমিকদের কর্মবিরতি শুরু

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে : | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০২০, ১২:০০ এএম

নৌযান শ্রমিক কর্মচারীদের খাদ্যভাতা নির্ধারণ করে চলতি বছরের মার্চ থেকে কার্যকর করাসহ ১১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে লাগাতার কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতাকর্মীরা। গতকাল সোমবার সন্ধ্যা ৬টা থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দেয়া হয়।
এ লক্ষ্যে গত রোববার দিনব্যাপী নারায়ণগঞ্জের উপর দিয়ে বয়ে যাওয়া শীতলক্ষ্যা, ধলেশ্বরী ও বুড়িগঙ্গা নদীতে প্রচারণা চালায় সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় নদীপথে বিভিন্ন পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্টিত হয়। নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবুজ শিকদারের নেতৃত্বে কর্মবিরতি পালন কর্মসূচির গণসংযোগকালে অন্যদের মধ্যে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় দফতর সম্পাদক কবির হোসেন প্রমুখ।
বক্তব্যে সবুজ শিকদার বলেন, খাদ্য ভাতা একটি মীমাংসিত দাবি হলেও সেই দাবি মানা হচ্ছে না। শ্রমিক নামধারী কিছু দুষ্কৃতিকারীর সঙ্গে মালিকপক্ষ আঁতাত করে শ্রমিকদের বঞ্চিত করছে। সকল সেক্টরে মালিকরা সুবিধা পেলেও শ্রমিকরা কোনো সুবিধা পায় না। নৌপথের শ্রমিকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন