জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিশেষ করে পেঁয়াজ-আলুসহ সবজির বাজার নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যার্থ হয়েছে। এখন এটা অন্য একটি সিন্ডিকেটের হাতে চলে গেছে। তারা সংঘবদ্ধ হয়ে ইচ্ছে মতো জিনিসপত্রের দাম বাড়াচ্ছে আর কমাচ্ছে এবং মুনাফা করে তাদের পকেট ভারী করছে। সরকারের উচিত জিনিসপত্রের দাম মানুষের ক্রয় ক্ষমতায় নিয়ে আসা। গতকাল বুধবার রংপুরে এইচ এম এরশাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। জিএম কাদের বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অবনতি ঘটেছে, ধর্ষণ বৃদ্ধি পেয়েছে। আমরা বলেছি, সরকারকে কঠোর হাতে এটা দমন করতে হবে। রংপুর সদর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে দুটি ইউনিয়নে জাতীয় পার্টির প্রার্থীর রেজাল্ট শিট পরিবর্তন করে আওয়ামী লীগের প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এটা খুবই দুঃখজনক। আমরা আইনগত ভবে এর প্রতিকার চাইবো।
দলীয় সূত্রে জানা গেছে, জিএম কাদের পাঁচ দিনের সফরে রংপুরে এসেছেন। এর মধ্যে দুদিন রংপুরে অবস্থান করবেন এবং তিন দিন তার নির্বাচনি এলাকা লালমনিরহাটে অবস্থান করে পূজামন্ডপ পরিদর্শনসহ দলীয় নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন