বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

আরিচার স্পীডবোট উল্টে নিখোঁজ নানী-নাতœীর সন্ধান মেলেনি

প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

আরিচা সংবাদদাতা : আরিচা-কাজিরহাট রুটে যমুনায় স্পীড বোট উল্টে নিখোঁজ নানী-নাতœীর সন্ধান এখনও পাওয়া যায়নি। নিখোঁজদের এক সপ্তাহ আগে যাত্রীদের আতœীয়-স্বজনরা এক সপ্তাহ যাবৎ যমুনায় নানাভাবে তল্লাশি করছে।
জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে আরিচা থেকে কাজিরহাট যাওয়ার পথে যমুনার উত্তাল ঢেউয়ে চরবৈষ্ণবী এলাকায় যাত্রী বোঝাই স্পীড বোট উল্টে গেলে একই গন্তব্যের এমভি দৌলত লঞ্চ ১০ যাত্রীকে উদ্ধার করে। স্পীড বোট দুর্ঘটনায় অপর যাত্রী পটুয়াখালীর বাউফল উপজেলার ডালিমা গ্রামের ইদ্রিস জমাদ্দারের স্ত্রী রিজিয়া বেগম (৩৫) ও নাতনী শ্রাবন্তী (৬) নিখোঁজ হয়।
এ রুটে স্পীড বোটে অবৈধভাবে যাত্রী পারাপার নিয়ে বিস্তর অভিযোগ থাকলেও প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না। সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রহিম খাঁনের নামে চালিত কে-১৬ স্পীড বোট দুর্ঘটনা ও দু’যাত্রী নিখোঁজের খবর পুলিশের কাছে গোপন করায় সংবাদকর্মীরাও বিভ্রান্ত হন। আব্দুর রহিম খান দুর্ঘটনা কবলিত স্পীড বোডের মালিকানার বিষয়টি সাংবাদিকদের কাছে অস্বীকার করেন।
শিবালয় থানার ওসি মনিরুল ইসলাম জানান, উক্ত দুর্ঘটনায় যাত্রী নিখোঁজের অভিযোগে থানায় মামলা হলে স্পীড বোট জব্দ করা হয়। স্পীড বোড ক্রয় রশিদ অনুযায়ী মালিক হাফিজুর রহমান ও চালক আলাউদ্দিন পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন