জাতীয় শোক দিবস ও স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিস্তারিত কর্মসূচি পালন করেছে। এতে প্রধান অতিথি ছিলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি, জি। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের ওপর বিস্তারিত আলোচনা করেন অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হাবিবুল করিম, বিজিবিএম, বিজিবিএমএস, এনডিসি, পিএসসি। মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন ৪৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ শহিদুর রহমান, পিবিজিএম। অন্যান্যের মধ্যে নায়েব সুবেদার মোঃ আব্দুল ওয়াহাব এবং সিপাহী সহকারী শেখ সুজন বঙ্গবন্ধুর শৈশব থেকে শুরু করে বঙ্গবন্ধুর সংগ্রামী ও রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। স বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন