স্টাফ রিপোর্টার : কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বলেছেন, আজকে যারা বঙ্গবন্ধুর ভক্ত সেজেছে, তারা সেদিন তার হত্যার পথ প্রশস্ত করেছিল। গতকাল ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি একথা বলেন।
বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর যারা প্রতিবাদ করেছিল, তারা হয়েছিল দুষ্কৃতকারী। কারো কারো জেল-জরিমানা, ফাঁসি হয়েছিল। তিনি সরকারের কাছে প্রশ্ন রেখে বলেন, আমরা কি দুষ্কৃতকারী না দেশপ্রেমিক? তিনি বলেন, ‘মাফ করবেন। আমি ১৫ আগস্ট ঘর থেকে বের হই না, কিছু খাই না, কারো সাথে দেখা করি না।’
মন্তব্য করুন