সরকার ঘোষিত জরুরি অবস্থার প্রতিবাদে স্পেনে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীদের সঙ্গে শনিবার রাতে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই ঘটনায় রোববার ‘সহিংসতা ও অযৌক্তিক আচরণ’ বন্ধের আহবান জানিয়েছেন। করোনার সংক্রমণ সম্প্রতি বেড়ে যাওয়ায় স্পেনে ছয় মাসের জরুরি অবস্থা জারি করা হয়েছে। সরকার বেশ কয়েকটি এলাকায় মধ্যরাত থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করেছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার রাজধানী মাদ্রিদ, বার্সেলোনা, মালাগা, ভিক্টোরিয়া, ভ্যালেন্সিয়া, সান্তান্দার ও বার্গোসে বিক্ষোভ হয়েছে। শনিবার রাতে মাদ্রিদে বিক্ষোভকারীরা সহিংস হয়ে ওঠে। তারা শহরের গ্রান ভিয়া ও স্কারমিশেস এলাকায় আবর্জনার বাক্স ফেলে তাতে অগ্নিসংযোগ করে। পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছে ১২ জন। এখান থেকে ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। লা রিয়োজা প্রদেশের রাজধানী লোগরনো থেকে ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিক্ষোভকারীরা ডাস্টবিনে অগ্নিসংযোগ করেছে এবং কয়েকটি দোকান লুট করেছে। এদিকে প্রধানমন্ত্রী সানচেজ রোববার বিক্ষোভকারীদের শান্ত হওয়ার ও সংহতি প্রকাশের আহবান জানিয়েছেন। রয়টার্স।
মন্তব্য করুন