শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ওআইসি মহাসচিব দুই দিনের সফরে ঢাকা আসছেন আজ

প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

কূটনৈতিক সংবাদদাতা : ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব আইয়াদ আমিন মাদানি দুই দিনের এক সফরে আজ (বুধবার) বাংলাদেশে আসছেন। আগামী অক্টোবরে উজবেকিস্তানে অনুষ্ঠেয় ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন সম্পর্কে আলোচনা করতে ও গত ১ জুলাই গুলশান হামলার ঘটনায় হতাহতদের প্রতি সমবেদনা জানাতে তার এই ঢাকা সফর বলে জানা যায়। ওই হামলার পর নিন্দা জানিয়ে ওআইসি মহাসচিব পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে চিঠি লিখে শোক প্রকাশ করেন এবং বাংলাদেশ সফরে আসার আগ্রহের কথা জানান।
সফরকালে ওআইসি মহাসচিব পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন। তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন। এছাড়া সাম্প্রতিক জঙ্গি হামলা ও নিরাপত্তা ইস্যুটিও আলোচনায় গুরুত্ব পেতে পারে বলে জানা গেছে। সফরকালে ওআইসি মহাসচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া সফরকালে ওআইসির সহায়তায় পরিচালিত গাজীপুরের ইসলামী ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) পরিদর্শনের কথা রয়েছে।
প্রসঙ্গত; গত জুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সউদী আরব সফরে গেলে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন ওআইসি মহাসচিব। গত বছরের আগস্টে সর্বশেষ বাংলাদেশ সফর করেন মহাসচিব মাদানি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন