শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

অস্ট্রিয়ার ভিয়েনার ৬ জায়গায় গুলিবর্ষণ, নিহত ৩

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২০, ১০:১৫ এএম | আপডেট : ১০:৫২ এএম, ৩ নভেম্বর, ২০২০

বিশ্বের বিভিন্ন দেশে বেড়েছে সন্ত্রাসী হামলার ঘটনা। এবার মধ্য ইউরোপের দেশ অস্ট্রিয়ার রাজধানীর ভিয়েনার ছয়টি জায়গায় বন্দুকধারীদের গুলিবর্ষণে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। হামলাকারী বন্দুকধারীদের একজনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে সরকার। দেশটির পুলিশের বরাত দিয়ে বিবিসি এ খবর দিয়েছে।

অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্টিয়ান কুর্জ একে ‘বেদনাদায়ক সন্ত্রাসী হামলা’ বলে আখ্যায়িত করেন।

ভিয়েনার কেন্দ্রীয় সিনাগগের (ইহুদিদের উপসনালয়) কাছেও বন্দুক হামলা হয়। তবে সিনাগগকে টার্গেট করা হয়েছে কিনা তা নিশ্চিত নয়।

ভিয়েনার মেয়র মাইকেল লুডভিগ বিবিসিকে বলেন, ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে। অপর একজন নারীকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়েছে। এসব ঘটনায় এক পুলিশ সদস্যসহ ১৪ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান মেয়র।

এদিকে, বন্দুক হামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন